Advertisement
Advertisement

আঞ্চলিক দলগুলির কাছে এভাবে হারল ‘ধনী’ বিজেপি!

ক্ষমতার অলিন্দে থেকেও সাত আঞ্চলিক দলের কাছে গোহারা হারল বিজেপি৷

ADR report: BJP's income up by 81.18%, Congress's suffers from fall
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 10, 2018 7:32 pm
  • Updated:April 10, 2018 7:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতার অলিন্দে থেকেও সাত আঞ্চলিক দলের কাছে গোহারা হারল বিজেপি৷ গত এক বছরে দেশের রাজনৈতিক দলগুলির আয়ের নিরিখে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে গেরুয়া শিবির৷ তবে, আঞ্চলিক দলগুলির কাছে মাথা নত করলেও গতবারের তুলনায় এবার নিজের দলের আয় প্রায় ৮১.১৮ শতাংশ বাড়াতে সমক্ষ হলেন নরেন্দ্র মোদী৷ গত দু’বছরে বিজেপির আয় লাফিয়ে বাড়লেও প্রায় ১৪ শতাংশ আয় কমেছে রাহুল গান্ধীর কংগ্রেসের৷

মঙ্গলবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিজেপির দাখিল করা তথ্য বলছে, গত দু’বছরে আয় হয়েছে ১০৩৪.২৭ কোটি টাকা৷ তথ্য বলছে, বিজেপির আয় বেড়েছে প্রায় ৪৬৩.৪১ কোটি টাকা৷ ২০১৬-২০১৭ অর্থবর্ষে বিজেপির আয় ছিল ৭১০.০৫৭ কোটি টাকা৷ কিন্তু, ২০১৭-২০১৮ অর্থবর্ষে বিজেপির আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০৩৪.২৭ কোটি টাকায়৷

Advertisement

কংগ্রেসের ক্ষেত্রে ঘটেছে ঠিক উলটো কাণ্ড৷ ক্ষমতার দম্ভ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আয়ও কমেছে কংগ্রেসের৷ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআরের দেওয়া তথ্য বলছে, কংগ্রেসের ক্ষতি হয়েছে ৯৬.৩০ কোটি৷ প্রায় ২১ শতাংশ আয় কমিয়ে রাহুল গান্ধীর কংগ্রেস এখন ধুঁকছে৷
তথ্য বলছে, দেশের প্রায় সাতটি রাজনৈতিক দলের মোট আয়ের পরিমাণ প্রায় ১৫৫৯.১৭ কোটি৷ নির্বাচন ও অন্যান্য খরচ বাবদ ১২২৮.২৬ কোটি টাকা বাদ দিলে এখনও ফান্ডে রয়েছে প্রায় ১১৬৯.০৭ কোটি টাকার কাছাকাছি৷ হিসাব বলছে, গত এক বছরে বিজেপি ক্ষমতায় থেকে যে পরিমাণ টাকা উপার্জন করেছে, তা তুলনায় বেশি উপার্জন করেছে ফেলেছে দেশের সাতটি আঞ্চলিক দল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement