সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্তরে পারস্পারিক সহযোগিতার যে বাতাবরণ তৈরির চেষ্টা করছিল বিরোধীরা তাতে বড়সড় ফাটলের ইঙ্গিত! বুধবার লোকসভায় চিটফান্ড ইস্যুতে তৃণমূলকে নজিরবিহীন আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী৷ সূত্রের খবর, এই ঘটনার যথেষ্ট ক্ষুব্ধ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপোধ্যায়৷
[ফের কুম্ভমেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন বিহারের রাজ্যপাল ]
বুধবার লোকসভায় বক্তব্য পেশের সময়, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি৷ তিনি অভিযোগ করেন, বাংলায় চিটফান্ডের নামে মানুষের টাকা লুঠ করা হয়েছে৷ যারা এই চুরিতে মদত দিয়েছে, তাঁরাই সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে৷ কংগ্রেস সাংসদ বলেন, ‘‘চোর মাচায়ে শোর’’৷ সূত্রের খবর, অধীর চৌধুরীর এই বক্তব্যেই ক্ষুব্ধ হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও তিনি বলেন, “আমারা ইস্যুভিত্তিক বিরোধিতা করি ঠিক আছে, কিন্তু আসলে আমরা এক।”
[ইউপিএ জমানার চেয়ে সস্তায় রাফালে চুক্তি, CAG রিপোর্টে স্বস্তি মোদি সরকারের]
বুধবার লোকসভায় অধীর চৌধুরী যখন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চিটফাণ্ডে ‘চুরি’র অভিযোগ তোলেন, তখন তাঁকে টেবিল চাপড়ে সমর্থন জানান বিজেপি সাংসদরাও৷ পীয়ূষ গোয়েল থেকে শুরু করে অন্যান্য সাংসদরা অধীরকে বাহবা দেন৷ যখন নয়াদিল্লিতে বিজেপি বিরোধিতার ঝাঁজ বাড়াচ্ছে বিরোধীরা, তখন কংগ্রেস সাংসদের এই মন্তব্যে মহাজোটের কাছে বড়া ধাক্কা৷ যদি সত্যিই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন তৃণমূল নেত্রী, তাহলে প্রস্তাবিত মহাজোটের ভবিষ্যৎ অথৈ জলে পড়বে বলে মত রাজনৈতিক মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.