সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তার আগেই বিশেষ পুজোপাঠের সঙ্গে ঘড়ি ধরে নির্দিষ্ট তিথি মেনে হল সেঙ্গল স্থাপনা। সকাল ঠিক ৭টা ৫২ মিনিটে মোদির হাতে ওই ‘ন্যায়দণ্ড’ তুলে দেয় ২১টি অধিনাম। বিশিষ্ট জ্যোতিষী পণ্ডিত গজানন কৃষ্ণ মহারাজ জানাচ্ছেন, এই সময়কালকে বেছে নেওয়ার নির্দিষ্ট কারণ রয়েছে।
তিনি টুইটারে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তাঁর পোস্টে তিনি লিখেছেন, এদিন জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথি। যে সময় সেঙ্গল মোদির হাতে তুলে দেওয়া হয় সেই সময়ে সূর্য ছিল বৃষ রাশিতে, শুক্র মেষ রাশিতে ও চাঁদ ছিল সিংহ রাশিতে। পূর্বফাল্গুনী নক্ষত্রের মিথুন লগ্নের দ্বিতীয় চরণ শুক্রের সঙ্গে সহাবস্থানে রয়েছে। শনি রয়েছে নিজের অবস্থানেই। এই লগ্নেই সেঙ্গল তুলে দেওয়া হল প্রধানমন্ত্রীর হাতে। এই ‘শুভ মুহূর্তে’ সেঙ্গল স্থাপনার কথা জানিয়ে ওই জ্যোতিষী লিখেছেন, ‘এবার আপনারা ‘অভয় ভারত’ দেখতে পাবেন।’
After the Adheenams handed over the #Sengol to Prime Minister Sri Narendra Modi Ji yesterday, Today At Around 07:52 Am, during Jyeshth Month, Shukl Paksha, Ashthami Tithi of Harshan Yog, Bav Karan, When the Sun Is in Taurus Rashi, Jupiter in Aries and Moon (Chandrama) In Leo… pic.twitter.com/MW1M3rKScn
— Pt. Gajanan Krishna Maharaj (Astro- Counsellor) (@Gkmastrology) May 28, 2023
আজ রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। গণতন্ত্রের নতুন শক্তিপীঠে দাঁড়িয়ে মোদি বলেন, “আজ সংসদ ভবনে পবিত্র সেঙ্গল স্থাপন করা হয়েছে। চোল সাম্রাজ্যে এই সেঙ্গল ন্যায়, সুশাসন এবং সতাতার প্রতীক ছিল।” নাম না করে ‘নেহেরুভিয়ান লেগেসি’কে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সৌভাগ্য যে আজ পবিত্র সেঙ্গলের গরিমা ফিরিয়ে আনতে পেরেছি। সংসদে যখন অধিবেশন চলবে, এই সেঙ্গলই আমাদের প্রেরণা জোগাবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.