Advertisement
Advertisement

Breaking News

লবণ নিয়ে কালোবাজারি, আতঙ্ক না ছড়ানোর নির্দেশ কেন্দ্রের

নোট বাতিলের পর আকাশছোঁয়া লবণের দাম...

Adequate stock of salt available: Government
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 12, 2016 3:26 pm
  • Updated:November 12, 2016 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন বিজেপি সরকারের পিছু ছাড়ছে না৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করার পর থেকেই দেশ জুড়ে নগদ টাকার জন্য হাহাকার৷ সরকারি নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এক একটি ব্যাঙ্ক নোট পাল্টে দিতে এক একরকম পন্থা অবলম্বন করায় বিপাকে সাধারণ মানুষ৷ তবে জনসাধারণকে সবথেকে বেশি বিভ্রান্ত করছে গুজব! বাজারে লবণের দাম হঠাৎ বেড়ে যাওয়া এ কথা আরও একবার প্রমাণ করে দিল৷

শুক্রবার থেকে রাজধানী দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে গুজব রটে গিয়েছে, বাজারে লবণ নাকি মিলছে না৷ গুজবের জেরে রাতারাতি দিল্লিতে লবণের দাম প্রতি কিলোগ্রাম ২৫০ টাকা, উত্তরপ্রদেশে ৪০০ টাকা ছুঁয়েছে বলে অভিযোগ৷ গুজবে কান না দিতে এদিন সাধারণ মানুষকে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রক৷ তাদের অধীনস্থ কেন্দ্রীয় শিল্পনীতি এবং প্রচার বিভাগের তরফে এদিন পরপর বেশ কয়েকটি টুইট করে এ কথা জানানো হয়৷ জানানো হয়েছে, রাজস্থানের নাওয়া ও ফালোদি থেকে দিল্লিতে লবণ সরবরাহ করা হয়৷ পরিশোধিত লবণের দাম খোলা বাজারে প্রতি কেজি ৮ থেকে ১৮ টাকার বেশি নয়৷ লবণের উৎপাদনে কোনও ঘাটতি নেই৷ কোনওরকম গুজবে কান দিতে নিষেধ করা হয়েছে সাধারণ মানুষকে৷

তামিলনাড়ুর লবণ প্রস্তুতকারক সংস্থাও একই কথা জানিয়েছে৷ লবণের উৎপাদনে কোনও খামতি নেই বলে স্পষ্ট জানিয়েছে তারা৷ এ রাজ্যেও লবণ পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে কেন্দ্রীয় সূত্রে খবর৷ কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, কারা এই গুজব ছড়াচ্ছে খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারীরা৷ সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে আশ্বাস দিয়েছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement