Advertisement
Advertisement

শত্রু নিকেশে ‘ড্রোন ফোর্স’ গড়ছে ভারতীয় সেনা

রাশিয়া-চিনের পথে হাঁটছে ভারত৷

Adding muscle Centre mulls independent drone force
Published by: Tanujit Das
  • Posted:October 7, 2018 5:11 pm
  • Updated:October 7, 2018 5:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়শি চিনের ধাঁচে এবার গোটা একটা ‘ড্রোন ফোর্স’ গড়তে তৎপর ভারতীয় সেনা৷ এক্ষেত্রে ভারতীয় সেনার তিন বাহিনীর জন্য আলাদা আলাদা ফোর্স তৈরি হচ্ছে না। পরিবর্তে একটাই বিশাল ‘ড্রোন ফোর্স’ বা ‘মানববিহীন সেনা’ তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছে নয়াদিল্লি৷ এই বিষয়ে ইতিমধ্যে সবুজ সংকেতও দিয়েছেন খোদ প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ।

[পাঁচ রাজ্যের নির্বাচনে বিদ্বেষমূলক প্রচার রুখতে উদ্যোগী ফেসবুক]

Advertisement

সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি দেশই তাঁদের সামরিক বাহিনীতে ড্রোন সেনা অন্তর্ভুক্তিতে জোড় দিয়েছে৷ ইতিমধ্যে একাজ শুরুও করে দিয়েছে চিন ও রাশিয়া৷ আকাশ থেকে শত্রুপক্ষকে ছারখার করে দিতে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করতে পারে এই ড্রোন বাহিনী৷ সেনাঘাঁটি থেকে রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে শত্রুর ডেরায় নিক্ষেপ করা যেতে পারে ক্ষেপণাস্ত্র৷ জানা গিয়েছে, ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই বাহিনী তৈরির বিষয়ে নির্মলা সীতারমণের কাছে প্রথমে প্রস্তাব যায়৷ প্রস্তাব পাঠায় ভারতীয় বায়ু সেনার বেঙ্গালুরুর ট্রেনিং কমান্ড৷ এরপরই প্রতিরক্ষা মন্ত্রী জানান, কেবল বায়ুসেনার জন্য আলাদা ড্রোন বাহিনী না গড়ে, তিন সেনার মিলিত একটি ‘ড্রোন ফোর্স’ তৈরি করাই শ্রেয়৷

[আর্থিক জটে এস-৪০০ চুক্তি, মার্কিন ভ্রুকুটিতে ঘনিয়েছে মেঘ]

সাউথ ব্লক সূত্রে খবর, এতদিন কেবলমাত্র ড্রোনের ব্যবহার করত ভারতীয় বায়ু সেনা৷ এবার তারসঙ্গে জুড়তে চলেছে বাকি দুই সেনা অর্থাৎ নৌসেনা ও স্থল বাহিনীও৷ ড্রোন ব্যবহার করলেও ভারতীয় সেনায় আগে ‘ড্রোন ফোর্স’ বলে তেমন কিছুই ছিল না। এবার যা তৈরি করতে তৎপর হয়েছে নয়াদিল্লি৷ আগে ড্রোনের মাধ্যমে মূলত নজরদারি চালান হলেও, এবার তার সঙ্গে জুড়তে চলেছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র৷ যা মুহূর্তের মধ্যে আকাশ থেকে ধূলিসাৎ করে দিতে পারে শত্রু ঘাঁটিকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement