আনলক পর্বের বেশ কয়েকটি ধাপ পেরিয়ে করোনা সংক্রমণের মাঝেই স্বাভাবিকের পথে ভারত। নির্দিষ্ট দর্শক নিয়ে অক্টোবর থেকে খুলছে এ রাজ্যের সিনেমা হল ও অন্যান্য বিনোদনমূলক মঞ্চ। এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫৯ লক্ষ ৯২ হাজার ৫৩৩ জন। মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৫০৩ জনের। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৪৭ হাজার ৪২৫ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,৭৮১ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট (Corona LIVE UPDATE):
রাত ১১.১৮: শনিবারই কোভিড ভ্যাকসিনের চাহিদা মেটাতে বিপুল অঙ্কের টাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। রবিবার কেন্দ্রীয় সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করে আদর বললেন,”ভ্যাকসিন উৎপাদনই শুধু নয় সারা বিশ্বে সমবন্টনের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগ প্রশংসনীয়। তাঁর লক্ষ্য আগামী দিনে দেশের প্রতিটি মানুষের চাহিদাপূরণ করবে।”
রাত ১১.১৫: হার্ড ইমিউনিটি থেকে ভারতীয়রা এখনও অনেক দূরে. দাবি হর্ষ বর্ধনের
রাত ১০.৪৮: ওড়িশার চিফ হুইপ বা মুখ্য সচেতক প্রমীলা মল্লিক করোনা আক্রান্ত। হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
রাত ১০.৩২: অসমে আক্রান্ত আরও ৮৭৫ জন।
Assam reported 875 new coronavirus cases (out of 15,347 tests) today, taking total cases to 1,69,985 including 1,38,307 recoveries, 655 deaths and 31,020 active cases: State Health Minister Himanta Biswa Sarma pic.twitter.com/gWwbrXRHqo
— ANI (@ANI) September 27, 2020
রাত ৯.৪৬: গোয়াতে আক্রান্ত আরও ৩৮৪ জন।
Goa reports 384 new #COVID19 cases, 10 deaths and 701 recoveries in the last 24 hours. Total cases in the state rise to 31,958, including 26,460 recoveries and 401 deaths. Active cases stand at 5097: Directorate of Health Services, Goa pic.twitter.com/sXtpA4KT5X
— ANI (@ANI) September 27, 2020
রাত ৯.৪৪: হিমাচল প্রদেশে আক্রান্ত আরও ১৯৫ জন।
Himachal Pradesh reports 195 new #COVID19 cases and 629 recoveries since 9 PM bulletin yesterday. Total cases in the state stand at 14,191, including 10,339 recoveries and 170 deaths. Active cases 3,657: Department of Health & Family Welfare, Himachal Pradesh pic.twitter.com/uki1aaVlpw
— ANI (@ANI) September 27, 2020
রাত ৯.৪০: গুজরাটে আক্রান্ত আরও ১,৪১১ জন।
Gujarat reports 1411 new #COVID19 cases, 1231 discharges and 10 deaths today. Total cases in the state rise to 1,33,219, including 1,13,140 discharges and 3,419 deaths. Active cases stand at 16,660: Government of Gujarat
— ANI (@ANI) September 27, 2020
রাত ৯.৩৮: ঝাড়খণ্ডে আক্রান্ত আরও ৯৭৪ জন।
Jharkhand reports 974 new #COVID19 cases, 958 recoveries/discharges and 9 deaths today. Total cases in the state rise to 79,909, including 66,797 recoveries/discharges and 679 deaths. Active cases stand at 12,433: Government of Jharkhand pic.twitter.com/3bhUJ3JOR8
— ANI (@ANI) September 27, 2020
রাত ৮.৪৯: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের। অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাত ৮.৩৬: দিল্লিতে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে ৪০ হাজার ২ জনের।
11,414 RTPCR/CBNAAT/TrueNat tests and 40,002 Rapid antigen tests conducted today. A total of 29,24,754 tests done so far: Government of Delhi https://t.co/OnNTUujX2j
— ANI (@ANI) September 27, 2020
রাত ৮.৩৪: দিল্লিতে করোনা আক্রান্ত আরও ৩,২৯২ জন।
Delhi reports 3292 new #COVID19 cases, 3739 recoveries/discharges/migrations and 42 deaths today. The total cases in the state rise to 2,71,114, including 2,36,651 recoveries/discharges/migrations and 5235 deaths. Active cases stand at 29,228: Government of Delhi pic.twitter.com/27u9wFlkf4
— ANI (@ANI) September 27, 2020
রাত ৮.২০: পাঞ্জাবে ফের আক্রান্ত হলেন ১৪৫৮ জন। মৃত্যু হয়েছে ৫০ জনের
Punjab reports 1458 new #COVID19 cases, 50 deaths and 2299 discharges today. Total cases in the state rise to 1,10,106, including 88,312 recoveries and 3238 deaths. Active cases stand at 18,556: Government of Punjab pic.twitter.com/a6Lngr2gUC
— ANI (@ANI) September 27, 2020
রাত ৮.১০: উত্তরাখণ্ডে নতুন করে আক্রান্ত ৭৬৪ জন।
সন্ধ্যা ৭.৫০: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩১৮৫ জন ও মৃত্যু হয়েছে ৬০ জনের।
সন্ধ্যা ৭.৪০: জম্মু ও কাশ্মীরে ফের আক্রান্ত হয়েছেন ১১৪১ জন।
সন্ধ্যা ৭.৩০: কর্ণাটকে আক্রান্ত ৯ হাজার ৫৪৩ জন। মারা গিয়েছেন ৭৯ জন।
Karnataka recorded 9,543 new COVID-19 cases (out of 67,857 tests), 6,522 discharges & 79 deaths today, taking total cases to 5,75,566 including 4,62,241 discharges, 8,582 deaths & 1,04,724 active cases. Bengaluru Urban has highest active cases at 44,274: State Health Department pic.twitter.com/PGyMTFLtl7
— ANI (@ANI) September 27, 2020
সন্ধ্যা ৭.২০: অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬,৯২৩ জন ও মৃত ৪৫।
সন্ধ্যা ৭.১০: পুজো ও যজ্ঞের পর এবার মাজারে চাদর চড়িয়ে মন্ত্রী শুভেন্দু অধিকারীর আরোগ্য কামনা করলেন তাঁর অনুগামীরা। রবিবার বিকেলে জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরির নেতৃত্বে একদল অনুগামী শহরের এলআইসি মোড়ে অবস্থিত পীর পাহেলওয়ান বাবার মাজারে হাজির হয়ে চাদর চাপিয়েছেন এবং প্রার্থনা করেছেন।
সন্ধ্যা ৬.৪০: তামিলনাড়ুতে ফের ৫ হাজার ৭৯১ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ৮০ জনের।
Tamil Nadu reported 5,791 new #COVID19 cases, 5,706 recoveries & 80 deaths today, taking total positive cases to 5,80,808, including 5,25,154 recoveries, 9,313 deaths & 46,341 active cases: Health Department, Govt of Tamil Nadu pic.twitter.com/dSMGlcDDoh
— ANI (@ANI) September 27, 2020
সন্ধ্যা ৬.২০: রাজস্থানে আক্রান্ত হলেন ২০৮৪ ও মৃত্যু হয়েছে ১৫ জনের।
2,084 new #COVID19 cases, 1,837 discharged cases & 15 deaths reported in Rajasthan today. The total number of positive cases rises to 1,28,859 till date, including 19,700 active cases, 1,06,671 discharged cases and 1,411 deaths: State Health Department pic.twitter.com/dSG40lS95q
— ANI (@ANI) September 27, 2020
সন্ধ্যা ৬টা: পুদুচেরিতে নতুন করে আক্রান্ত ৩৭২ জন। মৃত্যু হয়েছে আরও ১৩ জনের।
বিকেল ৫.৪৩: দেশে দ্বিতীয়বার করোনা সংক্রমিতের সংখ্যা নেই বললেই চলে। তবে কেন কেউ করোনামুক্ত হওয়ার পরও দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে ICMR, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। একই চিকিৎসা ক্ষেত্রে করোনা দমনে ব্যবহার করা রেমডেসিভির ওষধু এবং প্লাজমা থেরাপি ব্যবহার না করারই পরামর্শ দিচ্ছেন তিনি। কেন্দ্র এই নিয়ে নির্দেশিকাও জারি করছে। বেসরকারি হাসপাতালগুলিকেও প্লাজমা থেরাপি ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে।
ICMR is actively investigating & researching reports of COVID-19 reinfection & although the number of reinfection cases is negligible at this moment, the government is fully seized of the importance of the matter: Union Health Minister Harsh Vardhan https://t.co/0mC5qmkIAX
— ANI (@ANI) September 27, 2020
বিকেল ৫.১০: উৎসবের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে শিক্ষাবর্ষ। স্নাতকোত্তরের ক্লাস নভেম্বরে হবে না বলে এদিন জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্নাতকোত্তরের ভরতি প্রক্রিয়া শুরু হবে নভেম্বরে। ডিসেম্বরে অনলাইনে ক্লাস চালু হবে। কলেজে শারীরিক উপস্থিতির প্রয়োজন নেই বলেই জানান তিনি। পাশাপাশি এও বলেন, ২ নভেম্বর অনলাইনে স্নাতক স্তরের ক্লাস শুরু হবে।
বিকেল ৪.১০: কোয়ারেন্টাইন সেন্টার ও করোনা হাসপাতালে আক্রান্তদের দুরবস্থা। এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও স্বাস্থ্যসচিবকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন।
National Human Rights Commission (NHRC) issues notice to the Home Secretary and Secretary, Ministry of Health and Family Welfare, Government of India, over the plight of inmates of quarantine centers, COVID hospitals and attack on journalists and whistleblowers. pic.twitter.com/6wAICTTskk
— ANI (@ANI) September 27, 2020
দুপুর ৩টে: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ১৬৯ পুলিশকর্মী। মৃত্যু হয়েছে ২ জনের।
169 police personnel tested positive for #COVID19 and 2 died in the last 24 hours, taking total cases to 22,629 in the force including 19,198 recoveries, 3,190 active cases and 241 deaths: Maharashtra Police pic.twitter.com/u3mF48bVsY
— ANI (@ANI) September 27, 2020
দুপুর ২টো: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের ৮৪ শতাংশই দশ রাজ্যের, বিস্তারিত পরিসংখ্য়ান দিল স্বাস্থ্যমন্ত্রক। শীর্ষে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু।
1,124 deaths reported in past 24 hours. 10 States/UTs account for 84% of deaths in last 24 hours due to COVID. Of the new deaths, Maharashtra reported more than 38% of deaths with 430 deaths followed by Karnataka & Tamil Nadu with 86 & 85 deaths, respectively: Ministry of Health pic.twitter.com/5CG3qNgyoT
— ANI (@ANI) September 27, 2020
দুপুর ১.২৫: কড়া লকডাউন ছাড়া স্পেনে করোনা সংক্রমণ এড়ানো সম্ভব নয়। হুঁশিয়ারি স্পেনের স্বাস্থ্যমন্ত্রীর। শুক্রবার থেকে রাজধানী মাদ্রিদে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে শহরে কড়া বিধিনিষেধ মানা হচ্ছে না।
দুপুর ১২.৩৮: হিমাচল প্রদেশ নতুন করে করোনায় আক্রান্ত ১২ জন। এ নিয়ে
12 new #COVID19 cases reported in Himachal Pradesh today. Total number of positive cases stands at 14,008, including 4,112 active cases, 9,710 recovered cases & 163 deaths: State Health Department, Himachal Pradesh pic.twitter.com/4JxyByGYaP
— ANI (@ANI) September 27, 2020
বেলা ১১.৪৮: ওড়িশায় নতুন করে কোভিড আক্রান্ত ৩৯২২ জন, মৃত্যু ১৪ জনের। সুস্থ ৪৭৬১ জনের।
3,922 new #COVID19 cases, 4,761 recoveries and 14 deaths reported in Odisha till September 26. The total number of cases rise to 2,09,374 including 1,70,193 recoveries, 38,331 active cases and 797 deaths: State Health Department
— ANI (@ANI) September 27, 2020
বেলা ১১.৪০: করোনা কালে ‘দো গজ দূরি’র কথা ফের মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি। মনে করিয়ে দিলেন মাস্ক পরার কথা।
During #Corona time-period, I would once again remind you — always wear a mask, do not venture out without a face shield. ‘Do Gaz Ki doori’ will protect you and your family. We shouldn’t forget ‘Jab tak dawai nahi tab tak koi dhilai nahi’: PM Narendra Modi on #MannKiBaat pic.twitter.com/I5Be4y1X2n
— ANI (@ANI) September 27, 2020
বেলা ১১.১২: করোনা বিপর্যয় পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করেছে। ‘মন কি বাত’এ বার্তা নরেন্দ্র মোদির।
The Corona crisis period has served in fostering bonding among family members, bringing them even closer: PM Modi on #MannKiBaat (File pic) pic.twitter.com/3AYFjVjchm
— ANI (@ANI) September 27, 2020
সকাল ১০.৫০: এ বছর করোনা আবহে বিশ্ব পর্যটন দিবসে। স্বাস্থ্যবিধি মেনে শ্রীনগরের ডাল লেকে শিকারা প্রতিযোগিতা। দূরত্ব মেনেই জমায়েত স্থানীয়দের।
Jammu & Kashmir: Water sports & ‘Shikara race’ have been organised in Srinagar’s Dal Lake by Tourism Dept on #WorldTourismDay, today.
Nisar Ahmad Wani, Director Tourism, Kashmir says,”Our motive is to boost tourism sector & spread the message that Kashmir is ready for tourism” pic.twitter.com/eX5TRiSVx0
— ANI (@ANI) September 27, 2020
সকাল ৯.৩০: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৮৮,৬০০, মৃত্যু হয়েছে ১১২৪ জনের। পরিসংখ্য়ান স্বাস্থ্যমন্ত্রকের।
Single-day spike of 88,600 new #COVID19 cases & 1,124 deaths reported in India, in the last 24 hours.
COVID case tally stands at 5,992,533 including 9,56,402 active cases, 49,41,628 cured/discharged/migrated & 94,503 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/5J0SJQ6hrg
— ANI (@ANI) September 27, 2020
সকাল ৯.২০: করোনায় আক্রান্ত বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। নিজেই টুইট করে জানালেন দুঃসংবাদ। সতর্ক করলেন নিজের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও।
I have been diagnosed as Covid Positive. I would request everyone who has met me in the last 5 days to get themselves tested.
Thank You 🙏@BJPMM4Bengal @BJP4Bengall @DilipGhoshBJP— Agnimitra Paul Official (@paulagnimitra1) September 27, 2020
সকাল ৯: গুজরাটে এ বছর সরকারি উদ্যোগে কোনও নবরাত্রি আয়োজিত হবে না, জানালেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
সকাল ৮.৪৮: মিজারামে নতুন করে করোনায় আক্রান্ত ৩০। এ নিয়ে উত্তর-পূর্বের রাজ্যটিতে মোট করোনা পজিটিভ ১৮৬৫, সুস্থ হয়ে ফিরেছেন ১৩১৬জন।
Mizoram reports 30 new #COVID19 cases in the last 24 hours, taking the total cases in the state to 1865, including 1316 discharged. Active cases stand at 549: Department of Information and Public Relations, Government of Mizoram pic.twitter.com/g0EVLBDrZs
— ANI (@ANI) September 27, 2020
সকাল ৮: লন্ডনে লকডাউন বিরোধী মিছিলে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি, গ্রেপ্তার অন্তত ১৬। শনিবার মেয়র কড়া লকডাউন ঘোষণার পরই শুরু হয় অশান্তি।
সকাল ৭.১০: করোনা পজিটিভ বিজেপি নেত্রী উমা ভারতী। গভীর রাতে নিজেই টুইটারে জানালেন খবর। এই কয়েকদিন যাঁদের সংস্পর্শে এসেছেন, তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিলেন, বললেন পরীক্ষা করাতে।
१) मै आपकी जानकारी मै यह डाल रही हू की मैंने आज अपनी पहाड़ की यात्रा के समाप्ति के अन्तिम दिन प्रशासन को आग्रह करके कोरोना टेस्ट के टीम को बुलवाया क्यूँकि मुझे ३ दिन से हलका बुख़ार था ।
— Uma Bharti (@umasribharti) September 26, 2020
সকাল ৭: পুনেতে শনিবার কোভিডে মৃতের সংখ্য়া ৯৩, নতুন করে আক্রান্ত ৪১৮০। পরিসংখ্যান জেলা পরিষদের।
93 deaths and 4180 #COVID19 positive cases reported yesterday in Pune, taking total cases to 2,73,012 including 6,220 deaths: Pune Zilha Parishad, Maharashtra pic.twitter.com/nebHSrLEfO
— ANI (@ANI) September 26, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.