Advertisement
Advertisement
Coronavirus

‘মোদির পদক্ষেপ প্রতিটি ভারতবাসীর প্রয়োজন মেটাবে’, প্রধানমন্ত্রীর প্রশংসায় সেরাম কর্তা

কোভিড ভ্যাকসিনের চাহিদা মেটাতে বিপুল অঙ্কের টাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেরাম ইনস্টিটিউটের সিইও।

Adar Poonawalla praises PM Narendra Modi | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 27, 2020 9:09 am
  • Updated:September 28, 2020 8:23 am  

আনলক পর্বের বেশ কয়েকটি ধাপ পেরিয়ে করোনা সংক্রমণের মাঝেই স্বাভাবিকের পথে ভারত। নির্দিষ্ট দর্শক নিয়ে অক্টোবর থেকে খুলছে  এ রাজ্যের সিনেমা হল  ও অন্যান্য বিনোদনমূলক মঞ্চ। এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫৯ লক্ষ ৯২ হাজার ৫৩৩ জন। মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৫০৩ জনের। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ  ৪৭ হাজার ৪২৫ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,৭৮১ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট  (Corona LIVE UPDATE):

রাত ১১.১৮: শনিবারই কোভিড ভ্যাকসিনের চাহিদা মেটাতে বিপুল অঙ্কের টাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। রবিবার কেন্দ্রীয় সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করে আদর বললেন,”ভ্যাকসিন উৎপাদনই শুধু নয় সারা বিশ্বে সমবন্টনের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগ প্রশংসনীয়। তাঁর লক্ষ্য আগামী দিনে দেশের প্রতিটি মানুষের চাহিদাপূরণ করবে।”

Advertisement

রাত ১১.১৫: হার্ড ইমিউনিটি থেকে ভারতীয়রা এখনও অনেক দূরে. দাবি হর্ষ বর্ধনের

রাত ১০.৪৮: ওড়িশার চিফ হুইপ বা মুখ্য সচেতক প্রমীলা মল্লিক করোনা আক্রান্ত। হোম আইসোলেশনে রয়েছেন তিনি।

রাত ১০.৩২: অসমে আক্রান্ত আরও ৮৭৫ জন।

রাত ৯.৪৬: গোয়াতে আক্রান্ত আরও ৩৮৪ জন।

রাত ৯.৪৪: হিমাচল প্রদেশে আক্রান্ত আরও ১৯৫ জন।

রাত ৯.৪০: গুজরাটে আক্রান্ত আরও ১,৪১১ জন।

রাত ৯.৩৮: ঝাড়খণ্ডে আক্রান্ত আরও ৯৭৪ জন।

রাত ৮.৪৯: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের। অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাত ৮.৩৬: দিল্লিতে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে ৪০ হাজার ২ জনের।

রাত ৮.৩৪: দিল্লিতে করোনা আক্রান্ত আরও ৩,২৯২ জন।

রাত ৮.২০: পাঞ্জাবে ফের আক্রান্ত হলেন ১৪৫৮ জন। মৃত্যু হয়েছে ৫০ জনের

রাত ৮.১০: উত্তরাখণ্ডে নতুন করে আক্রান্ত ৭৬৪ জন।

সন্ধ্যা ৭.৫০: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩১৮৫ জন ও মৃত্যু হয়েছে ৬০ জনের।

সন্ধ্যা ৭.৪০: জম্মু ও কাশ্মীরে ফের আক্রান্ত হয়েছেন ১১৪১ জন।

সন্ধ্যা ৭.৩০: কর্ণাটকে আক্রান্ত ৯ হাজার ৫৪৩ জন। মারা গিয়েছেন ৭৯ জন।

সন্ধ্যা ৭.২০: অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬,৯২৩ জন ও মৃত ৪৫।

সন্ধ্যা ৭.১০: পুজো ও যজ্ঞের পর এবার মাজারে চাদর চড়িয়ে মন্ত্রী শুভেন্দু অধিকারীর আরোগ্য কামনা করলেন তাঁর অনুগামীরা। রবিবার বিকেলে জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরির নেতৃত্বে একদল অনুগামী শহরের এলআইসি মোড়ে অবস্থিত পীর পাহেলওয়ান বাবার মাজারে হাজির হয়ে চাদর চাপিয়েছেন এবং প্রার্থনা করেছেন।

সন্ধ্যা ৬.৪০: তামিলনাড়ুতে ফের ৫ হাজার ৭৯১ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ৮০ জনের।

সন্ধ্যা ৬.২০: রাজস্থানে আক্রান্ত হলেন ২০৮৪ ও মৃত্যু হয়েছে ১৫ জনের।

সন্ধ্যা ৬টা: পুদুচেরিতে নতুন করে আক্রান্ত ৩৭২ জন। মৃত্যু হয়েছে আরও ১৩ জনের।

বিকেল ৫.৪৩: দেশে দ্বিতীয়বার করোনা সংক্রমিতের সংখ্যা নেই বললেই চলে। তবে কেন কেউ করোনামুক্ত হওয়ার পরও দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে ICMR, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। একই চিকিৎসা ক্ষেত্রে করোনা দমনে ব্যবহার করা রেমডেসিভির ওষধু এবং প্লাজমা থেরাপি ব্যবহার না করারই পরামর্শ দিচ্ছেন তিনি। কেন্দ্র এই নিয়ে নির্দেশিকাও জারি করছে। বেসরকারি হাসপাতালগুলিকেও প্লাজমা থেরাপি ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে।

  
বিকেল ৫.১০:
উৎসবের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে শিক্ষাবর্ষ। স্নাতকোত্তরের ক্লাস নভেম্বরে হবে না বলে এদিন জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্নাতকোত্তরের ভরতি প্রক্রিয়া শুরু হবে নভেম্বরে। ডিসেম্বরে অনলাইনে ক্লাস চালু হবে। কলেজে শারীরিক উপস্থিতির প্রয়োজন নেই বলেই জানান তিনি। পাশাপাশি এও বলেন, ২ নভেম্বর অনলাইনে স্নাতক স্তরের ক্লাস শুরু হবে। 

বিকেল ৪.১০:  কোয়ারেন্টাইন সেন্টার ও করোনা হাসপাতালে আক্রান্তদের দুরবস্থা। এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও স্বাস্থ্যসচিবকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন।

দুপুর ৩টে: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ১৬৯ পুলিশকর্মী। মৃত্যু হয়েছে ২ জনের।

দুপুর ২টো: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের ৮৪ শতাংশই দশ রাজ্যের, বিস্তারিত পরিসংখ্য়ান দিল স্বাস্থ্যমন্ত্রক। শীর্ষে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু।

দুপুর ১.২৫: কড়া লকডাউন ছাড়া স্পেনে করোনা সংক্রমণ এড়ানো সম্ভব নয়। হুঁশিয়ারি স্পেনের স্বাস্থ্যমন্ত্রীর। শুক্রবার থেকে রাজধানী মাদ্রিদে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে শহরে কড়া বিধিনিষেধ মানা হচ্ছে না।

দুপুর ১২.৩৮: হিমাচল প্রদেশ নতুন করে করোনায় আক্রান্ত ১২ জন।  এ নিয়ে 

বেলা ১১.৪৮: ওড়িশায় নতুন করে কোভিড আক্রান্ত ৩৯২২ জন, মৃত্যু ১৪ জনের। সুস্থ ৪৭৬১ জনের।  

বেলা ১১.৪০: করোনা কালে ‘দো গজ দূরি’র কথা ফের মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি। মনে করিয়ে দিলেন মাস্ক পরার কথা। 

বেলা ১১.১২: করোনা বিপর্যয় পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করেছে। ‘মন কি বাত’এ বার্তা নরেন্দ্র মোদির। 

সকাল ১০.৫০: এ বছর করোনা আবহে বিশ্ব পর্যটন দিবসে। স্বাস্থ্যবিধি মেনে শ্রীনগরের ডাল লেকে শিকারা প্রতিযোগিতা। দূরত্ব মেনেই জমায়েত স্থানীয়দের। 

সকাল ৯.৩০: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৮৮,৬০০, মৃত্যু হয়েছে ১১২৪ জনের। পরিসংখ্য়ান স্বাস্থ্যমন্ত্রকের।

সকাল ৯.২০: করোনায় আক্রান্ত বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। নিজেই টুইট করে জানালেন দুঃসংবাদ। সতর্ক করলেন নিজের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও।

সকাল ৯: গুজরাটে এ বছর সরকারি উদ্যোগে কোনও নবরাত্রি আয়োজিত হবে না, জানালেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

সকাল ৮.৪৮: মিজারামে নতুন করে করোনায় আক্রান্ত ৩০। এ নিয়ে উত্তর-পূর্বের রাজ্যটিতে মোট করোনা পজিটিভ ১৮৬৫, সুস্থ হয়ে ফিরেছেন ১৩১৬জন।

সকাল ৮: লন্ডনে লকডাউন বিরোধী মিছিলে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি, গ্রেপ্তার অন্তত ১৬। শনিবার মেয়র কড়া লকডাউন ঘোষণার পরই শুরু হয় অশান্তি।

[আরও পড়ুন: মোদি সরকারের বড় ধাক্কা, NDA ছাড়ল সবচেয়ে পুরনো সঙ্গী অকালি দল

সকাল ৭.১০: করোনা পজিটিভ বিজেপি নেত্রী উমা ভারতী। গভীর রাতে নিজেই টুইটারে জানালেন খবর। এই কয়েকদিন যাঁদের সংস্পর্শে এসেছেন, তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিলেন, বললেন পরীক্ষা করাতে।

সকাল ৭: পুনেতে শনিবার কোভিডে মৃতের সংখ্য়া ৯৩, নতুন করে আক্রান্ত ৪১৮০। পরিসংখ্যান জেলা পরিষদের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement