Advertisement
Advertisement

Breaking News

Edible Oil

মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর, অনেকটা কমল একাধিক ব্র্যান্ডের ভোজ্য তেলের দাম

বাজারে পর্যাপ্ত শস্যের যোগান থাকায় দাম কমল তেলের।

Adani Wilmar and Mother Dairy slash Edible Oil prices by up to Rupees 20 per Litre | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 4, 2023 1:44 pm
  • Updated:May 4, 2023 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর। আদানি ইউলমার, মাদার ডেয়ারির মতো একাধিক কোম্পানি ভোজ্য তেলের (Edible Oil) দাম কমছে। দুই কোম্পানির তরফেই জানানো হয়েছে, লিটার প্রতি ২০ টাকা অবধি কমান হচ্ছে ভোজ্য তেলের দাম। ইতিমধ্যে বেশ কিছু ব্যান্ডের নতুন মূল্যের ভোজ্যতেল এসে গেছে বাজারে। আগামী সপ্তাহের মধ্যে অন্য ব্র্যান্ডগুলিও মিলবে গোটা দেশের খুচরো এবং পাইকারি বিক্রেতাদের কাছে।

মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে, তাদের ভোজ্য তেলের ব্র্যান্ড ‘ধারা’র দাম কমতে চলেছে। খুচরো বিক্রিতে লিটার প্রতি ১৫-২০ টাকা দাম কমছে। যদিও এর মধ্যে সর্ষের তেল নেই। দাম কমানো হচ্ছে সয়াবিন তেল, রাইস ব্রান তেল, সূর্যমুখী তেল এবং চিনাবাদাম তেলের। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে পর্যাপ্ত শস্যের যোগান থাকায় ইতিবাচক প্রভাব পড়ছে ভোজ্য তেলে।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যের পর্যবেক্ষক থাকাকালীন ধর্ষণের অভিযোগ, সুপ্রিম কোর্টে ধাক্কা কৈলাস বিজয়বর্গীয়র]

দাম কমেছে আদানি ইউলমারের ব্র্যান্ডগুলিরও। বছরের শুরুতে ‘ফরচুন’ তেলের দাম ছিল ১৭০ টাকা। এপ্রিল থেকেই তা মিলছে ১৪০-১৪৫ টাকা প্রতি লিটার। অর্থাৎ দাম কমেছে কম-বেশি ৩০ টাকা। আদানি ইউলমারের সিইও বলেন, “আমরা বিশ্বাস করি দাম কমায় পণ্যের বিক্রি বাড়বে।” হায়দরাবাদের একটি সংস্থাও লিটার প্রতি ১০ টাকা দাম কমিয়েছে। উল্লেখ্য, গত তিন মাস ধরেই খুচরো মূল্যবৃদ্ধির শতাংশের হার কমের দিকে। একাধিক সংস্থার ভোজ্য তেলের দাম কমানোর পিছনে সেই কারণ রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। পাশাপাশি পর্যাপ্ত শস্যের যোগান থাকায় মধ্যবিত্তের হেসেলে তার ইতিবাচক প্রভাব পড়ল বাজারে।

[আরও পড়ুন: কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, নদীতে ভেঙে পড়ল ভারতীয় সেনার কপ্টার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement