সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্ডেনবার্গের রিপোর্টের (Hindenberg Report) জেরে আদানি গোষ্ঠী যে বিরাট অঙ্কে ক্ষতিগ্রস্ত হতে পারে, সে ইঙ্গিত দেওয়া হয়েছিল হিন্ডেনবার্গের রিপোর্টেই। পূর্বাভাসে বলা ছিল, এই রিপোর্টের জেরে আদানি গোষ্ঠীর ৮৫ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে। সেই পূর্বাভাস মিলে গেল আদানি টোটালের লোকসানের পরিমাণের সঙ্গে।
আদানি গোষ্ঠীর (Adani Group) নথিভুক্ত সাতটি কোম্পানির মধ্যে সবচেয়ে বড় সংস্থা আদানি টোটাল গ্যাস লিমিটেড। গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের সময় এই সংস্থার শেয়ারের দাম ছিল ৩,৮৯১ টাকা ৭৫ পয়সা। বর্তমানে শেয়ার প্রতি সেই দর মেনে এসেছে মাত্র ৫৭৫ টাকার আশেপাশে। অর্থাৎ সব মিলিয়ে আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম প্রায় ৮৫ শতাংশ কমে গিয়েছে। আর সেটাই পূর্বাভাস দিয়েছিল হিন্ডেনবার্গ রিপোর্ট।
হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় আদানি গোষ্ঠীর রক্তক্ষরণ। আদানিদের সব সংস্থাই ব্যাপক হারে লোকসানের মুখে পড়ে। পরের দিকে কিছুটা পুনরুদ্ধার হলেও, আদানিদের সব সংস্থা লোকসান পুষিয়ে উঠতে পারেনি। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সংস্থা আদানি টোটাল গাস (Adani Total)। তাঁদেরই ৮৫ শতাংশ ক্ষতি হয়েছে। সব মিলিয়ে আদানি গোষ্ঠী প্রায় অর্ধেক সম্পত্তি খুইয়ে ফেলেছে এই রিপোর্টের জেরে।
যদিও হিন্ডেনবার্গ রিপোর্টে আদানির বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে সেবি এবং সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। ওই কমিটির অন্তর্বর্তী রিপোর্টে বলা হয়েছে, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কোনও কারচুপি করে শেয়ারের দাম বাড়ানো, কর ফাঁকি-সহ বেআইনি আর্থিক লেনদেনের কোনও প্রমাণ এখনও মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.