সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম আদানির বিরুদ্ধে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ এনেছে আমেরিকার আদালত। বৃহস্পতিবার থেকে এই অভিযোগ ঘিরে শোরগোল ভারতে। উঠেছে ধনকুবেরের গ্রেপ্তারির দাবিও। এহেন পরিস্থিতিতে এবার এই কেলেঙ্কারিতে নাম জড়াল অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডিরও। অভিযোগ, ২০২১ সালের আগস্টে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় আদানির। অন্ধ্রের সরকারি সংস্থার সঙ্গে সোলার এনার্জি কর্পোরেশনের সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চুক্তি নিয়ে কথা হয় তাঁদের। সেই সময়ই নাকি আদানি সরাসরি ঘুষের প্রস্তাবও রাখেন।
এই বিষয়ে মুখ খুলেছে জগন্মোহনের দল ওয়াইএসআর কংগ্রেস। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ২০১৯-২৪ সালের সময়কালে যখন তাদের সরকার ক্ষমতায় ছিল আদানি গ্রুপের সঙ্গে কোনওরকম সরাসরি চুক্তি হয়নি। তাছাড়া তাদের সরকারের ক্ষমতায় থাকার সময় কোনও ধরনের আর্থিক অনিয়ম হয়নি, যা অভিযোগ উঠছে তা যথাযথ নয় বলেই দাবি।
আসলে আদানি ঘুষ কাণ্ডে উঠে এসেছে এক রহস্যময় ব্যক্তির নাম। তাঁর নাম ‘ফরেন অফিশিয়াল #১’। কে এই রহস্যময় ব্যক্তি? তাঁর নাম আদৌ জানানো হয়নি। তবে এটা জানানো হয়েছে তিনি অন্ধ্রপ্রদেশের এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক। ২০১৯ সালের মে মাস থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। আর তাঁকেই মোট ঘুষের অঙ্কের ১৭৫০ কোটি টাকা দেওয়া হয়েছিল। স্বাভাবিক ভাবেই জল্পনা বাড়ছে এই ব্যক্তিকে। আর যেহেতু তিনি সরকারি আমলা, তাই নাম জড়াচ্ছে সেই সময় ক্ষমতাসীন জগন্মোহন সরকারেরও।
প্রসঙ্গত, দেশের অন্যতম ধনী ব্যক্তির বিরুদ্ধে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ এনেছে মার্কিন আদালত। অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন আদানিরা। ভারতীয় মুদ্রায় যা ২২০০ কোটি টাকারও বেশি। তাঁর ভাইপো সাগরও এই মামলায় অভিযুক্ত। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈনও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.