Advertisement
Advertisement

বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে ভারতেই

কোনও একটা এলাকায় এতবড় সোলার প্লান্ট বিশ্বে আর কোথাও নেই৷

 Adani Group sets up World's largest solar plant in Tamil Nadu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 26, 2017 12:01 pm
  • Updated:January 26, 2017 12:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়লার ব্যবহারে লাগাম টেনে অপ্রচলিত শক্তিতে স্বনির্ভর হওয়ার ব্যাপারে জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেই স্বপ্নেরই বাস্তব রূপ তৈরি হচ্ছে দক্ষিণ তামিলনাড়ুতে৷ বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প পেতে চলেছে ভারত৷

প্রায় ৮৫০০ শ্রমিক বিগত ছমাস ধরে দিনরাত কাজ করে চলেছেন৷ ১০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে তৈরি হচ্ছে এই সোলার প্লান্ট৷ সৌজন্যে আদানি গ্রুপ৷ সংস্থার দাবি, কোনও একটা এলাকায় এতবড় সোলার প্লান্ট বিশ্বে আর কোথাও নেই৷

Advertisement

জানেন কি, এঁর হাতেই লেখা হয়েছিল ভারতীয় সংবিধান?

এখনও দেশে বিদ্যুৎশক্তির প্রধান উৎস কয়লাই৷ পরিবেশগত কারণেই কয়লা বা খনিজ জ্বালানির ব্যবহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন দেশ৷ ভারতও তার ব্যতিক্রম নয়৷ প্যারিস জলবায়ু সম্মেলনের পর এ ব্যাপারে নির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রাও স্থির করেছে মোদি সরকার৷ ২০৩০ সালের মধ্যে দেশের ৪০ শতাংশ বিদ্যুৎ যাতে খনিজ জ্বালানি নির্ভর না হয়, তার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সে কারণেই এই সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবনা৷ এ ব্যাপারে গোড়া থেকেই উদ্যোগী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের তরফে এ ব্যাপারে জানানো হয়েছে, মোদি সরকারের পরিকল্পনা বরাবরই এ বিষয়ে স্বচ্ছ৷ বড় প্রকল্পের মাধ্যমেই লক্ষ্যপূরণের চেষ্টা করা হচ্ছে৷

চার বছরে নারী সুরক্ষায় এক টাকাও খরচ হয়নি ‘নির্ভয়া ফান্ড’ থেকে

অপ্রচলিত শক্তিতে ভারতকে স্বনির্ভর করতে সৌরশক্তির উপরই জোর দেওয়া হয়েছে৷ অর্থনীতিতে ভারত ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে৷ কিন্তু এখনও দেশের অনেক প্রান্তেই বিদ্যুৎ পৌঁছায়নি৷ যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, আর বিদ্যুতের চাহিদার মধ্যে এখনও অনেকটা ফারাক রয়ে গিয়েছে৷ তা পূরণ করতে গেলে অপ্রচলিত শক্তির উপরই জোর দিতে হবে৷ সে কারণেই সরকারের এই পদক্ষেপ৷ সৌর প্রকল্পে বিনিয়োগের জন্য তাই সরকারি তরফে কিছু ছাড়েরও ঘোষণা করা হয়েছিল৷ প্রধানমন্ত্রীর সেই উদ্যোগেই শামিল হয়েছে আদানি গ্রুপ৷ তার ফলেই বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প পেতে চলেছে ভারত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement