Advertisement
Advertisement
Adani Group

আদানিদের বিরুদ্ধে নয়া দুর্নীতির অভিযোগ, ‘বিদেশি ষড়যন্ত্র’ পালটা দুর্নীতি সংস্থার

হিন্ডেনবনার্গ রিপোর্টের পর নয়া অস্বস্তি আদানি গোষ্ঠীর।

Adani Group rejects OCCRP report alleging ‘opaque’ trading | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 31, 2023 1:13 pm
  • Updated:August 31, 2023 1:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতির নয়া অভিযোগে বিদ্ধ আদানিরা। এবার ভারতের প্রথম সারির ওই শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে বেআইনি ভাবে ভুয়ো সংস্থার মাধ্যমে নিজেদের সংস্থার শেয়ারে বিপুল বিনিয়োগ করানোর অভিযোগ। পুরো বিষয়টিতে কাঠগড়ায় আদানি (Adani Group) পরিবারেরই এক সদস্য।

অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কোরাপশন রিপোর্টিং প্রোজেক্ট বা OCCRP আদানিদের নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাঁদের রিপোর্টে দাবি করা হয়েছে, গত কয়েক বছরে বেশ কয়েকটি অনথিভুক্ত সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর লেনদেন বেশ সন্দেহজনক। এর মধ্যে বহু লেনদেন নিয়মবিরুদ্ধ হতে পারে। মরিশাসের একাধিক সংস্থা নাকি আদানিদের শেয়ার সন্দেহজনকভাবে বিনিয়োগ করেছে। যার ফলে প্রভাবিত হয়েছে বাজার। এবং ওই সংস্থাগুলির পিছনে রয়েছে আদানিদের পরিবারেরই সদস্যের হাত। সন্দেহের তির তম আদানির দাদা বিনোদ আদানির দিকে।

Advertisement

[আরও পড়ুন: ঋণ নেওয়ার ক্ষেত্রে বদল আরবিআইয়ের নিয়মে! কী বলা হয়েছে নয়া গাইডলাইনে?]

যদিও ওই রিপোর্টে করা অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে আদানি গোষ্ঠী। অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই কড়া বিবৃতি জারি করে তাঁরা দাবি করেছে, বিদেশি শক্তি অসৎ উদ্দেশ্যে তাদের সংস্থাকে বদনাম করার চেষ্টা করছে। আদানি গোষ্ঠী বলছে, OCCRP হেজ ফান্ড কর্তা জর্জ সরোসের টাকায় তৈরি একটি অলাভজনক সংস্থা। এই রিপোর্টটিও সোরেসের ব্যক্তিগত স্বার্থে প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ আদানি গোষ্ঠীর।

[আরও পড়ুন: দেশে জন ধন অ্যাকাউন্ট পেরিয়েছে ৫০ কোটি, ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’, উচ্ছ্বসিত মোদি]

এর আগে জানুয়ারিতে মার্কিন শর্ট সেলার সংস্থা হিন্ডেনবনার্গ রিপোর্টও আদানিদের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলেছিল। সেই অভিযোগ ওঠার পর আদানিদের শেয়ারে ধস নামে। ধাক্কা খায় ভারতের শেয়ার বাজারও। সেই ধাক্কা সামলানোর আগেই প্রকাশ্যে এল নতুন রিপোর্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement