সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেয়ার বাজারে লাগাতার রক্তক্ষয় রুখতে বাজেটের দিনই FPO প্রত্যাহার করে নিল আদানি গোষ্ঠী (Adani Group)। এফপিও অর্থাৎ ফলো-অন পাবলিক অফার খুব সহজ ভাষায় হল দ্বিতীয়বার শেয়ার ছাড়ার প্রক্রিয়া। শেয়ার বাজারে রক্তক্ষয়ের মধ্যে ২০ হাজার কোটি টাকার FPO বাজারে ছেড়েছিল আদানিরা। সেই শেয়ার পুরোপুরি বিক্রিও হয়ে গিয়েছিল।
কিন্তু লাগাতার দর পড়ায় বিনিয়োগকারীদের মোটা অঙ্কের লোকসানের আশঙ্কা তৈরি হয়েছিল। তাই একপ্রকার মুখ বাঁচাতে আদানিরা FPO প্রত্যাহার করে নিল। সংস্থার তরফে জানানো হয়েছে, যে সমস্ত বিনিয়োগকারীরা FPO কেনার আবেদন করেছিলেন, তাঁদের সকলের টাকা ফেরত দেওয়া হবে। সংস্থা জানিয়েছে, অভাবনীয় পরিস্থিতি এবং বর্তমানে বাজারের উত্থান-পতনের মধ্যে বিনিয়োগকারী গোষ্ঠীর স্বার্থরক্ষা করতে চায় কোম্পানি। আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani) জানিয়েছেন,”আমাদের এফপিওকে সমর্থন করার সকল বিনিয়োগকারীকে ধন্যবাদ। কিন্তু বিপরীত পরিস্থিতিতে বাজারে FPO রাখাটা অনৈতিক হবে। আমাদের কাছে বিনিয়োগকারীদের স্বার্থরক্ষাই মূল বিষয়।”
বস্তুত, হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই আদানি গোষ্ঠীর সব সংস্থার শেয়ারের টালমাটাল পরিস্থিতি। আদানিদের সর্ববৃহৎ সংস্থা আদানি এন্টারপ্রাইজের (Adani Enterprise) শেয়ার গত এক সপ্তাহে পড়ে গিয়েছে ২৬ শতাংশ। আদানি পোর্টসের (Adani Ports) শেয়ার পড়েছে ২০ শতাংশ। অম্বুজা সিমেন্টসের শেয়ার পড়েছে প্রায় ১৭ শতাংশ। সব মিলিয়ে এই ক’দিনে প্রায় ৯২ বিলিয়ন মার্কিন ডলার পতন হয়েছে আদানিদের শেয়ারে। এসব সত্ত্বেও আদানিদের FPO-র চাহিদায় তেমন ঘাটতি পড়েনি। BSE সূত্রের খবর, ৪.৫৫ কোটি শেয়ারের জন্য ৪.৬২ কোটি শেয়ারের আবেদন জমা পড়েছিল। কিন্তু নৈতিকতার দায়ে শেষে আদানিরা এই শেয়ার প্রত্যাহার করলেন।
এদিকে আদানিদের বিভিন্ন সংস্থায় LIC’র বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। আদানিদের শেয়ারের দাম পড়তে থাকায় দেশজুড়ে LIC’র কোটি কোটি গ্রাহক আশঙ্কার দোলাচলে ভুগছেন। তাঁদের আশ্বস্ত করে LIC’র ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সিদ্ধার্থ মোহান্তি জানিয়েছেন, আদানি গোষ্ঠীর সঙ্গে এখনও যোগাযোগ আছে। আমরা যেসব সংস্থায় বিনিয়োগ করি, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। আদানিরা এখনও LIC’র কোনও নিয়ম ভঙ্গ করেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.