সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ছড়িয়ে পডে়ছে প্রাণঘাতী ভাইরাস করোনা। আক্রান্তদের সুস্থ করতে দিনরাত এক করে কাজ করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এই পরিস্থিতিতে অনেকে বর্তমান পেশা ছেড়ে ফিরে এসেছেন স্বাস্থ্য পরিষেবায়। তেমনই একজন হলেন অভিনেত্রী শিখা মালহোত্রা। গ্ল্যামারাস জগৎ ছেড়ে মুম্বইয়ের একটি হাসপাতালে তিনি নার্সের কাজে ফিরে গিয়েছেন। সেবা করছেন করোনা আক্রান্তদের। সেই অভিনেত্রী তথা নার্স শেয়ার করলেন তাঁর অভিজ্ঞতার কথা। জানালেন, তাঁর প্রথম রোগী ছিল এক বছর চারেকের খুদে।
বর্তমানে তিনি হিন্দুহৃদয়সম্রাট বালাসাহেব ঠাকরে ট্রমা কেয়ার মিউনিসিপ্যাল হাসপাতালে নার্স হিসাবে কাজে যোগ দিয়েছেন। ‘হিউম্যানস অফ বম্বে’র ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, “লকডাউন ঘোষণার পরদিনই আমি স্বেচ্ছাসেবার জন্য একটি হাসপাতাল খুঁজতে বেরিয়ে পড়লাম। আমার নার্সিং ডিগ্রি রয়েছে। অবশেষে আমি বালাসাহেব হাসপাতালে একটি আইসোলেশন ওয়ার্ডে কাজ পাই। পরদিন নার্সিং অফিসার হিসাবে কাজ শুরু করি আমি। রোগীরা ঠিকমতো ওষুধ খাচ্ছে কিনা এবং সময়মতো খাবার খাচ্ছে কিনা, সারাদিন ওয়ার্ডে থেকে সেসব দেখভাল শুরু করি। আমার প্রথম রোগী ছিল সাত মাসে একটি শিশু। যখন আমি তাকে দেখলাম, তখন সে খেলছিল। ওর সঙ্গে আমি ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়লাম। ওই আমার কাজ করার সবচেয়ে বড় অনুপ্রেরণা।”
তবে শিখা জানিয়েছেন হাসপাতালের সমস্ত রোগীর সঙ্গেই তিনি নিজের মনে করে সেবা করেন। কিন্তু করোনা আক্রান্তদের শুশ্রুষা করতে গিয়ে তাঁর সাহস বারবার ধাক্কা খেয়েছে। তিনি বলেছেন, “আমি কখনও ভাবিনি যে জীবন এবং মৃত্যু এত কাছ থেকে কখনও দেখব। এর সাক্ষী থাকব।” তাঁর মতে, সবচেয়ে কষ্ট তখন হত যখন রোগীদের পরিবার তাঁদের দেখতে পেত না। কখনও তো কারওর মৃত্যু হলে শেষ বিদায় পর্যন্ত জানাতে পারত না। আক্রান্তের পরিবার তো বটেই, হাসপাতালের সকলের জন্যও এটি একটি কঠিন সময়। এখন এমন একটি সময় যখন প্রতিটি মুহূর্ত কৃতজ্ঞতা জ্ঞাপনের। যা আছে তার জন্য সবার কাছে কৃতজ্ঞ থাার সময় এটা। জীবন কারওরই নিশ্চিত নয়। “এখন শুধু লম্বা শ্বাস নিয়ে এগিয়ে চলুন। আশা রাখুন। আপনার পরিবার এবং বন্ধুবান্ধদের যে আপনি ভালবাসেন, সেকথা মনে করুন। কঠিন সময় পেরিয়ে যাবে” বলেছেন শিখা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.