Advertisement
Advertisement
BJP

‘মুখ্যমন্ত্রী স্ট্যালিন, এর বিচার করুন’, ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়লেন তামিল অভিনেত্রী

দীর্ঘ ২৫ বছর গেরুয়া শিবিরের হয়ে কাজ করেছেন গৌতমী তাদিমাল্লা।

Actor Gautami Tadimalla quits BJP and requested to Stalin for justice। Bengali News
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 23, 2023 3:03 pm
  • Updated:November 4, 2023 6:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ২৫ বছর ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন তামিল অভিনেত্রী গৌতমী তাদিমাল্লা। কিন্তু কঠিন সময় সেই দলই তাঁর পাশে দাঁড়ায়নি। উলটে যে ব্যক্তি তাঁর সঙ্গে প্রতারণা করেছেন তাঁকেই সাহায্য করছেন গেরুরা শিবিরের কয়েকজন বর্ষীয়ান নেতা। এই অভিযোগে শুক্রবার পদত্যাগ করলেন এই বিজেপি নেত্রী। একই সঙ্গে দীর্ঘদিনের দলের প্রতি আস্থা হারিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে (MK Stalin) অনুরোধ জানিয়েছেন, তাঁর প্রতি হওয়া অন্যায়ের সঠিক বিচার করতে। 

এদিন এক্স হ্যান্ডেলে নিজের পদত্যাগপত্রের ছবি পোস্ট করেন গৌতমী (Gautami Tadimalla) লেখেন, এই মুহূর্তে অকল্পনীয় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। চূড়ান্ত মর্মাহত হয়ে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত জানাচ্ছেন। একই সঙ্গে তামিল এই অভিনেত্রী অভিযোগ জানিয়েছেন, কুড়ি বছর আগে সি আলগাপ্পান নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। সে সময় তিনি সদ্য তাঁর বাবা-মাকে হারিয়েছিলেন। এবং একাই নিজের সন্তানের লালনপালন করতেন। তখন তাঁর পরিস্থিতি দেখে আলগাপ্পান বন্ধুত্বের হাত বাড়ান। সেসময় থেকেই দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। ফলে নিজের জমিজমা সংক্রান্ত নানা বিষয়ে আলগাপ্পানের উপর ভরসা করতেন গৌতমী। কিন্তু সম্প্রতি তিনি বুঝতে পারেন বড়সড় প্রতারণার শিকার হয়েছেন।  

Advertisement

[আরও পড়ুন: অরুণাচলের চিন সীমান্তে রাজনাথ, শস্ত্রপুজো করে সেনার সঙ্গে দশেরা পালন করবেন প্রতিরক্ষামন্ত্রী]

এই বিষয়ে গৌতমী জানিয়েছেন, “আমার জমি বিক্রির ব্যাপারে আলগাপ্পানকে বিশ্বাস করেছিলাম। কিন্তু সম্প্রতি আমি বুঝতে পারি, আমাকে ও আমার মেয়েকে ওঁর পরিবারের অংশ হিসাবে গ্রহণ করার নাম করে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে।” এর পরই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ জানান, “আমি এটা বুঝতে পেরে আরও স্তম্ভিত হয়ে যাই, আমার দল, যাঁদের সঙ্গে আমার এত বছরের পথচলা, তাঁরাই এই কঠিন সময় আমার পাশে নেই। উলটে দলের কয়েকজন বর্ষীয়ান নেতা আলগাপ্পানের পক্ষ নিয়েছেন। ওঁর বিরুদ্ধে এফআইআর করার পরেও গত ৪০ দিন ধরে আমার দলের ওই নেতারা আলগাপ্পানকে মামলা এড়াতে ও পালাতে সাহায্য করেছেন।” 

গোটা ঘটনায় তাঁর প্রতি বিজেপির (BJP) অবস্থান নিয়ে যথেষ্ট মর্মাহত এই তামিল অভিনেত্রী।  তাই শাসক শিবিরের প্রতি আস্থা হারিয়ে এখন তাঁর ভরসা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। যা নিজেই জানিয়েছেন গৌতমী। তাঁর বিশ্বাস, তামিলভূমের মুখ্যমন্ত্রী স্ট্যালিন, পুলিশ প্রশাসন ও বিচারবিভাগ তাঁর প্রতি হওয়া অন্যায়ের সঠিক বিচার করবে। একা একজন মা হয়ে নিজের ও মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তাঁর এই লড়াইয়ে পাশে দাঁড়াবে। 

[আরও পড়ুন: যোগীরাজ্যে স্কুলেই নমাজ পড়ুয়াদের, হিন্দুত্ববাদীদের প্রতিবাদের পরেই সাসপেন্ড প্রিন্সিপাল!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement