সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে প্রকাশ্যে মহিলাদের শৌচকর্মের করার ছবি তুলতে বাধা দেওয়ায় খুন হতে হয়েছে সমাজকর্মী জাফর খানকে। অভিযুক্ত খোদ এলাকার নগর পরিষদের কমিশনার ও তাঁর সঙ্গীরা। এই ঘটনায় টুইটারে দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। রাজস্থানের তথ্য ও জনসংযোগ দপ্তরের একটি টুইটও রিটুইট করেছেন তিনি। ওই টুইটে বলা হয়েছে,’ জাফর খানের মৃত্যু দুর্ভাগ্যজনক। তবে খুনের কোনও বিজ্ঞানসম্মত প্রমাণ মেলেনি। আইন আইনের পথে চলবে।’
[‘সারপ্রাইজ’ দেওয়ার নামে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল স্বামী!]
‘স্বচ্ছ ভারত’ গড়তে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে শৌচকর্মের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মোদি সরকার। বিজেপিশাসিত রাজস্থানের উদয়পুরে সেই নিষেধাজ্ঞা কার্যকর করতে এক অদ্ভুত নিয়ম চালু করেছেন স্থানীয় নগর পরিষদের চেয়ারম্যান অশোক জৈন। পরিষদ কর্মীদের নির্দেশ দিয়েছেন, কাউকে প্রকাশ্যে শৌচকর্ম করতে দেখলেই যেন তাঁর ছবি ও ভিডিও তুলে নেওয়া হয়। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই এই নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছিলেন সমাজকর্মী জাফর খান। তাঁর দাবি ছিল, প্রকাশ্যে শৌচকর্ম করা মানুষদের ছবি তোলার বদলের সরকারি টাকায় শৌচাগার তৈরি করা হোক, নষ্ট হওয়া শৌচাগারগুলি সারানো হোক। যদিও জাফর খানে কথায় কর্ণপাত করেনি নগর পরিষদ। অভিযোগ, বুধবার উদয়পুরের প্রতাপগড় এলাকায় স্থানীয় কিছু মহিলা প্রকাশ্যে শৌচকর্ম করছিলেন। তাদের ছবি ও ভিডিও তুলতে যান নগর পরিষদের কিছু কর্মী। বাধা দেন জাফর খান। এরপরই তাঁকে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে জাফরের মৃত্যু হয়।
[স্পিকারকে ‘কাকা’ সম্বোধন, চাকরি গেল নিরাপত্তারক্ষীর]
রবিবার এই ঘটনা নিয়ে মুখ খোলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। টুইটারে তিনি লেখেন, ‘প্রতাপগড়ে জাফর খানজির মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। তদন্ত চলছে। ন্যায় বিচার হবে।’
The demise of Zafar Khan ji in Pratapgarh is extremely unfortunate. Investigation is on – justice shall prevail. https://t.co/1V9DmV26KY
— Vasundhara Raje (@VasundharaBJP) 18 June 2017
তবে জাফর খানের মৃত্যুতে শুধুমাত্র দুঃখপ্রকাশ বা সঠিক তদন্তের আশ্বাসই দেননি মুখ্যমন্ত্রী, এই ঘটনা নিয়ে তথ্য ও জনসংযোগ দপ্তরের একটি টুইট রিটুইটও করেছেন তিনি। সেই টুইটটি আবার উদয়পুরের আইজির টুইটার অ্যাকাউন্ট থেকে রিটুইট করেছে তথ্য ও জনসংযোগ দপ্তর। টুইটটিতে বলা হয়েছে, ‘জাফর খানের মৃত্যু দুর্ভাগ্যজনক। তবে খুনের কোনও বিজ্ঞানসম্মত প্রমাণ মেলেনি। আইন আইনের পথে চলবে।’
Demise of ZafarKhan is unfortunate. Scientific evidence doesn’t suggest murder. Law will take its course @BDUTT @thesuniljain @ShekharGupta
— IG Police Udaipur (@igpoliceudaipur) 17 June 2017
প্রসঙ্গত, উদয়পুরের আইজির এই টুইটার অ্যাকাউন্টটি বেরিফায়েড নয় এবং সেখানে ওই একটি টুইটই রয়েছে।
[মেহবুবার সঙ্গে জঙ্গিদের গোপন আঁতাঁতের অভিযোগ সপা নেতার]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.