Advertisement
Advertisement

Breaking News

Medha Patkar

পুরনো মামলায় কারাদণ্ড মেধা পাটেকরের, কোন অপরাধে সাজা হল সমাজকর্মীর?

দিল্লির নিম্ন আদালতে দোষী সাব্যস্ত নর্মদা আন্দোলন খ্যাত সমাজকর্মী।

Activist Medha Patkar gets 5-month jail term in defamation case
Published by: Kishore Ghosh
  • Posted:July 1, 2024 5:45 pm
  • Updated:July 1, 2024 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ মাস কারাদণ্ডের শাস্তি হল নর্মদা আন্দোলন খ্যাত সমাজকর্মী মেধা পাটেকরের (Medha Patkar)। দিল্লির নিম্ন আদালত একটি পুরনো মানহানির মামলায় দোষী সাব্যস্ত হলেন মেধা। এর পরই তাঁকে ৬ মাসের জেল এবং ১০ লক্ষ টাকা জরিমানার রায় শোনায় আদালত।

মেধার বিরুদ্ধে নিম্ন আদালতে মানহানির মামলা করেন ভি কে সাক্সেনা নামের এক ব্যক্তি। গত মে মাসেই ওই মামলায় মেধাকে দোষী সাব্যস্ত করেন দায়রা আদালতের বিচারপতি রাঘব শর্মা। ২০০০ সাল থেকে আইনি লড়াই চলছিল মেধা এবং সাক্সেনার মধ্যে। নর্মাদা বাঁচাও আন্দোলন এবং মেধার বিরুদ্ধে একটি বিজ্ঞাপন প্রকাশ করার অভিযোগ উঠেছিল সাক্সেনার বিরুদ্ধে। ওই অভিযোগে আদালতে শুরুতে মামলা করেছিলেন মেধাই। পালটা টিভি চ্যানেলে তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য এবং মানহানিকর বিবৃতি দেওয়ার অভিযোগে সমাজকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেন সাক্সেনা।

Advertisement

 

[আরও পড়ুন: সুবোধ সিংকে ১৪ দিনের হেফাজতে পেল না CID, জেলেই ‘গ্যাংস্টার’]

নিম্ন আদালত মেধাকে দোষী সাব্যস্ত করে মন্তব্য করে, “শুধু মানহানিকর নয়, নেতিবাচক ধারণাও উসকে দেওয়া হয়েছে।” আদালত আরও মন্তব্য করে, ৬৯ বছরের মেধার স্বাস্থ্যের কথা বিবেচনা করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়নি। এদিকে পালটা জামিনের আবেদন করেছেন নর্মদার সমাজকর্মী। এই অবস্থায় ৩০ দিনের জন্য জেলের সাজা স্থগিত হয়েছে।

 

[আরও পড়ুন: চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার! মৃত্যু তারকেশ্বরের যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement