সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুম শেষে দেশের কোভিড দেশের কোভিড গ্রাফে কিছুটা স্বস্তি। দেশে কমল অ্যাকটিভ কেস। বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৪৮১ জন। যা ৫৩৭ দিনে সবচেয়ে কম।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৮৩ জন। যা মঙ্গলবারের তুলনায় কিছুটা বেশি। একদিনে করোনার বলি হয়েছেন ৪৩৭ জন। করোনায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৪৯ জন। গত বছরের মার্চের পর যা রেকর্ড। অ্যাকটিভ কেস ১ লক্ষ ১১ হাজার ৪৮১ জন। যা গত ৫৩৭ দিনে সর্বনিম্ন।
#COVID19 | India reports 9,283 new cases, 10,949 recoveries & 437 deaths in the last 24 hours, as per Health Ministry.
Active cases stand at 1,11,481 – lowest in 537 days pic.twitter.com/r08WkMZQJj
— ANI (@ANI) November 24, 2021
এদিকে, পাঞ্জারের মুক্তসারের নবোদয় বিদ্যালয়ে করোনার হানা। আক্রান্ত ১৪ জন পড়ুয়াররা। তাদের মধ্যে ১২ জন অষ্টম শ্রেণির এবং বাকি ২ জন নবম শ্রেণিতে পড়ে। দিনকয়েক ধরে জ্বর, সর্দি-সহ করোনার একাধিক উপসর্গ লক্ষ্য করা যায়। তারপরই পড়ুয়াদের কোভিড টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ হওয়ার পরই তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা শুরু হয়। প্রত্যেকের শারীরিক অবস্থাই স্থিতিশীল। পড়ুয়াদের করোনা আক্রান্ত হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অভিভাবকরা। আপাতত ২ সপ্তাহের জন্য বন্ধ স্কুল।
প্রায় দেড় বছরে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা সর্বনিম্ন হওয়ায় স্বস্তি মিলেছে ঠিকই। তবে এখনই লাগামছাড়া আচরণ না করারই পরামর্শ বিশেষজ্ঞদের। কারণ, এই মুহূর্তে সামান্য উদাসীনতাও বড়সড় বিপদ ডেকে আনতে পারে। তাই কোভিডবিধি মেনে চলার কথাই বলছেন তাঁরা। রাস্তায় বেরলে পরতে হবে মাস্ক। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। দূরত্ববিধিও মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.