Advertisement
Advertisement
এনসিপি ও শিব সেনা

‘বিশ্বাসঘাতকতা করেছে অজিত’, বিস্ফোরক এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার

'মহারাষ্ট্রে সার্জিকাল স্ট্রাইক করা হল', বিজেপিকে কটাক্ষ উদ্ধব ঠাকরের।

This is a surgical strike on Maharashtra, says Uddhav
Published by: Soumya Mukherjee
  • Posted:November 23, 2019 2:03 pm
  • Updated:November 23, 2019 2:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হয় মহারাষ্ট্র থেকে। তারপরই রাজভবনে গিয়ে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির কাছে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিস। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন এনসিপি নেতা ও শরদ পওয়ারের ভাইপো অজিত। আর এরপরই তাঁকে বেইমান ও বিশ্বাসঘাতক বলে উল্লেখ করে মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে শিব সেনা ও এনসিপি। দলকে না জানিয়ে অজিত পওয়ার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন শরদ পওয়ার। পরে দুপুর সাড়ে ১২টার সময় এই বিষয়ে এনসিপি ভবনে যৌথ সাংবাদিক বৈঠক করে শিব সেনা ও শরদ পওয়ারের দল। আর সেখান থেকে একযোগে বিজেপি ও অজিত পওয়ারকে আক্রমণ করেন সেনা প্রধান উদ্ধব ঠাকরে ও এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার।

[আরও পড়ুন: দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে একত্রিত করতে সংসদে বিল আনছে সরকার]

এপ্রসঙ্গে শরদ পওয়ার বলেন, ‘কংগ্রেস, শিব সেনা ও এনসিপি নেতারা সরকার গঠনের একবারে শেষ পর্যায়ে চলে এসেছিলেন। আমাদের কাছে প্রয়োজনীয় সংখ্যাও ছিল। আমাদের কাছে সরকারি ভাবে ৪৪, ৫৬ ও ৫৪ জন বিধায়কের সমর্থন আছে। যাঁরা আমাদের সঙ্গে সরকার গড়তে সম্মতও হয়েছিল। এছাড়া কয়েকজন নির্দল বিধায়কও আমাদের সমর্থন দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফলে প্রয়োজনীয় ১৭০ জন বিধায়কের সমর্থন পেতে আমাদের কোনও সমস্যা হত না। কিন্তু, অজিত পওয়ার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা দলের লাইনের বিরোধী। তাঁর বিরুদ্ধে দলের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি মনে করি এনসিপির কোনও নেতা বা কর্মী বিজেপির সঙ্গে সরকার গঠনে সম্মতি দেবেন না। তবে যে বিধায়করা অন্যরকম চিন্তা করছেন তাঁদের বলব যে দলবদল বিরোধী আইন বলে একটি আইন আছে। তাতে তাঁদের বিধায়ক পদ বাতিলও হতে পারে। দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অজিত পওয়ারের সঙ্গে থাকা বিধায়ক ও অনুগামীদের বহিষ্কার করা হবে। আর অজিতের জায়গায় এনসিপির নতুন দলনেতার নাম আজ বিকেল চারটের সময় ঘোষণা করা হবে।’

Advertisement

বিজেপিকে আক্রমণ করে তিনি আরও বলেন, ‘রাজ্যপাল ওদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য সময় দিয়েছিলেন। কিন্তু, ওরা তা প্রমাণ করতে পারেনি। কিন্তু, আমরা তিনটি দল সরকার গঠনের যখন একবারে দোরগোড়ায় দাঁড়িয়ে তখনই এই ধরনের ঘটনা ঘটাল ওরা।’

[আরও পড়ুন:‘পিঠে চুরি মেরেছেন অজিত পওয়ার’, প্রতিক্রিয়া হতভম্ব শিব সেনার]

শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, ‘মহারাষ্ট্রে সার্জিকাল স্ট্রাইক করা হল। আগে ইভিএমের খেলা চলছিল এখন আবার নতুন খেলা শুরু হয়েছে। এই ঘটনার পর আমার মনে হচ্ছে আর নির্বাচন করার কোনও দরকার নেই। সবাই জানেন যে শিবাজী মহারাজের সঙ্গে যখন বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। তাঁকে পিছন থেকে আক্রমণ করা হয়েছিল, তখন উনি কী করেছিলেন।’

সকালে রাজভবনে শপথ গ্রহণের সময় উপস্থিত থাকা এনসিপি বিধায়ক রাজেন্দ্র সিংগানে আবার অজিত পওয়ারের বিরুদ্ধে তাঁদের ভুল বোঝানোর অভিযোগ করেন। বলেন, ‘শনিবার সকালে কিছু বিষয়ে আলোচনার জন্য আমাদের ডেকে পাঠান অজিত পওয়ার। তারপর আমরা বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে রাজভবনে যাই। আর সেখানে গিয়ে কিছু বুঝে ওঠার আগে শপথ গ্রহণ হয়ে যায়। এরপর পওয়ার সাহেবের সঙ্গে দেখা করে তাঁকে জানাই, আমি শরদ পওয়ার আর এনসিপির সঙ্গে রয়েছি।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement