সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় (1993 Mumbai blasts) অন্যতম অভিযুক্ত আবদুল করিম টুন্ডাকে (Abdul Karim Tunda) মুক্তি দিল টাডা আদালত। ১৯৯৩ সালে ভারতে ৪০টি বোমা বিস্ফোরণের মূলচক্রী হিসেবে অভিযুক্ত হন টুন্ডা। ধরপাকড় শুরু হলে বাংলাদেশে পালিয়ে যান তিনি। ভারতীয় গোয়েন্দাদের অভিযোগ করেছিলেন, পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির নিয়মিত সাহায্য পেতেন টুন্ডা। যদিও বৃহস্পতিবার প্রমাণ অভাবে তাঁকে মুক্তি দিতে বাধ্য হল আদালত।
২০১৩ সালে ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছিল ‘ড. বোম্ব’ নামে কুখ্যাত টুন্ডাকে। তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ থাকলেও ২০১৬ সালে দিল্লির আদালত বেকসুর খালাস ঘোষণা করে। সেই সময় আদালত মন্তব্য করেছিল, দিল্লি পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ দাখিলে ব্যর্থ হয়েছে। যদিও এর পরেও জেলমুক্ত হননি লস্কর জঙ্গি। একাধিক অন্য মামলার জেরে কারাগারেই ছিলেন। ১৯৯৬ সালের সোনপুর বিস্ফোরণে মামলায় ২০১৭ সালে দোষী সাব্যস্ত হন টুন্ডা। ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা হয়েছিল। বর্তমানে ওই মামলাতেই জেলবন্দি তিনি।
১৯৯৩ সালের ১২ মার্চ ‘কালো শুক্রবারে’ দেশের প্রথম সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠেছিল মুম্বই। মোট ১৩টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। যাতে মৃত্যু হয় ২৫৭ জনের। আহত হন ৭১৩ জন। কেবল মুম্বই-ই নয়, গোটা দেশই কার্যত থরথরিয়ে উঠেছিল মৃত্যু-রক্ত-ধ্বংসের নারকীয় রূপ দেখে। আজও অধরা এই হামলার মূল চক্রীদের অনেকেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.