সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটন্ত তেলে হাত ডুবিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করতে গিয়ে গুরুতর জখম হল পাঁচ কিশোর। এদের মধ্যে তিনজন রাওতির সরকারি হাসপাতালে ভর্তি। নির্মম এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলম জেলার নরসিংহপাড়া গ্রামে। জখমদের প্রত্যেকেরই বয়স ৮-১১ বছরের মধ্যে।
কড়া পাহাড়ায় আজ শুরু মাধ্যমিক
পুলিশ সূত্রে খবর, ছগনলাল বারিয়া নামে স্থানীয় এক ব্যক্তির ছেলের মোবাইল চুরি যায়। সেই ঘটনায় সন্দেহের আঙুল ওঠে ওই পাঁচ কিশোরের দিকে। এরপরই ওই ব্যক্তি পাঁচ সন্দেহভাজন কিশোরকে গরম তেলে হাত ডুবিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার নিদান দেন। কারণ, এখানকার মানুষ বিশ্বাস করেন, যদি কেউ দোষ না করে থাকে, তবে ফুটন্ত তেলে হাত ডোবালেও হাত পুড়বে না। সেই কুসংস্কারেরই শিকার ওই পাঁচ কিশোরও।
রাওতির পুলিশ আধিকারিক রামসিং রাঠৌর জানিয়েছেন, নিছক সন্দেহের বশে ছগন এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
স্কুল ভাঙচুরের ঘটনায় সাসপেন্ড বাগুইআটি থানার এসআই
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.