ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাটিন্ডায় (Bhatinda) চার সেনাকে খুনের ঘটনায় এবার প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। সোমবারই খুনের অভিযোগে আটক করা হয়েছিল এক জওয়ানকে। ব্যক্তিগত আক্রোশের জেরেই সহকর্মীদের খুন করেছেন ওই জওয়ান, এমনটাই জানানো হয়েছিল তদন্তকারীদের তরফে। সূত্রের খবর, চার সহকর্মী যৌন নির্যাতন চালাত ওই জওয়ানের উপরে।
সোমবার পাঞ্জাব পুলিশের হাতে গ্রেপ্তার হয় খুনে অভিযুক্ত জওয়ান দেশাই মোহন। আরও চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। তবে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, নাশকতা বা সন্ত্রাসবাদী হামলার ঘটনা নয় এই বিষয়টি। সহকর্মীদের সঙ্গে মতানৈক্য ও মনোমালিন্যের কারণে প্রতিশোধ নিতেই গুলি চালানো হয়েছে।
জেরার পরেই জানা গিয়েছে যৌন হেনস্তার বিষয়টি। সূত্র মারফত জানা গিয়েছে, অভিযুক্ত জওয়ানের উপর যৌন হেনস্তা চালিয়েছে মৃত চার জন। এমনকি জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে মৃত জওয়ানরা, এমনটাই জানা গিয়েছে। যদিও পুলিশ বা সেনার (Indian Army) তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।
চার জওয়ান খুনের পর নিজেকে প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছিল দেশাই। অপরাধ চাপা দিতে দুই আততায়ীর গল্প ফেঁদেছিল তদন্তকারীদের কাছে। তবে জেরার মুখে ওই জওয়ান স্বীকার করেন, কয়েকদিন আগেই খুনের পরিকল্পনা ছিল তাঁর। সেই মতো একটি রাইফেল চুরি করেন। তারপরে গল্প ফেঁদে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন দেশাই। যদিও জেরার মুখে ভেঙে পড়ে অপরাধ স্বীকার করে নেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.