Advertisement
Advertisement

Breaking News

Coromandal

Coromandel Express Accident: সিগন্যালিং বিভাগের কর্মীদের গাফিলতিতেই দুর্ঘটনা, করমণ্ডল কাণ্ডের রিপোর্টে জানাল রেল

করমণ্ডল কাণ্ডে এখনও তদন্ত চালাচ্ছে সিবিআই।

Accident happend due to negligence of signaling staff, railway said in Coromandal incident report | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 2, 2023 11:14 pm
  • Updated:July 2, 2023 11:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর পেরিয়েছে প্রায় ১ মাস। এবার দুর্ঘটনার রিপোর্ট দিল কমিশনার অব রেলওয়ে সেফটি। রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনাটি পুরোপুরি ‘হিউম্যান এরর’। সিগন্যালিং বিভাগের কর্মীদের ভুলেই এই মর্মান্তিক কাণ্ড।

গত ২ জুন সন্ধেয় তিন ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল গোটা দেশ। একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি, শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) এবং যশবন্তপুর হামসফর এক্সপ্রেস। যার জেরে প্রাণ হারান ২৯০ জন। সেই দুর্ঘটনার তদন্তভার পেয়েছে সিবিআই। সিবিআই তদন্তের মাঝেই রিপোর্ট দিল কমিশনার অব রেলওয়ে সেফটি। সেখানে স্পষ্ট বলা হয়েছে, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল না। কর্মীদের ভুলেই এই ঘটনা। শোনা যাচ্ছে, ঘটনার পিছনে অফিসারদের অবহেলা একটি কারণ। যাদের গাফিলতির চিহ্ন মিলেছে, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে রেল।

Advertisement

[আরও পড়ুন: রেড ভলান্টিয়ার্স থেকে পঞ্চায়েতের প্রার্থী, প্রচারে ঝড় লাল পার্টির তরুণ তুর্কীদের]

এ বিষয়ে রেলের তরফে এক আধিকারিক জানিয়েছেন, রেলের সেন্ট্রাল ডায়াগ্রামে পরিবর্তন আনা হয়েছিল। পরে সেসব পরিদর্শন করলেও রেল সম্মতি দেয়নি। এরকম একাধিক বিষয় রয়েছে। ফলে কোনও একজন ব্যক্তির দোষ নয়। তবে এখনও সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ্যে আনেনি রেল। সিবিআইও এখনও রিপোর্ট দেয়নি। ফলে এখনও গোটা বিষয়টা স্পষ্ট নয়।

[আরও পড়ুন: Panchayat Poll 2023: ডিজিটাল হচ্ছে CPM! এবার অনলাইনে চাঁদা সংগ্রহ শুরু করল দল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement