Advertisement
Advertisement

বিজেপি বিরোধীদের ছন্দপতন, দিল্লি বিশ্ববিদ্যালয়ে গেরুয়া ঝড়

এবার নজরে জেএনইউ।

Abvp won top 3 seats in Delhi University Students' Union Elections
Published by: Sayani Sen
  • Posted:September 14, 2018 4:38 pm
  • Updated:September 14, 2018 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ছাত্র সংসদ নির্বাচনে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিনটি পদই দখল করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ সভাপতি, সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক এই তিনটি পদেই জয় পেয়েছে এবিভিপি প্রার্থীরা৷ সম্পাদক পদে জয়ী এনএসইউআই প্রার্থী৷ 

[মোদি বিরোধিতার ‘পুরস্কার’! চন্দ্রবাবু নায়ডুকে গ্রেপ্তারির নির্দেশ]

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন এবিভিপি-র অঙ্কিভ বাসোয়া৷ তিনি পেয়েছেন ২০ হাজার ৪৬৭টি ভোট৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনএসইউআই-এর সানি চিল্লর পেয়েছেন ১৮ হাজার ৭২৩টি ভোট। ১ হাজার ৭৪৪টি ভোটে জিতেছেন এবিভিপি-র অঙ্কিভ। সহ-সভাপতি পদে ২৩ হাজার ৪৬ টি ভোট পেয়েছেন এবিভিপি-র শক্তি সিং। এনএসইউআই প্রার্থী লীনা পেয়েছেন ১৫হাজার ভোট। ৮ হাজার ০৪৬টি ভোটের ব্যবধানে নিকটতম প্রার্থীকে হারিয়েছেন শক্তি সিং। সম্পাদক পদে এনএসইউআই-র আকাশ চৌধুরী পেয়েছেন ২০ হাজার ১৯৮টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী এবিভিপি-র সুধীরের ঝুলিতে সংগ্রহ ১৪ হাজার ১০৯ টি ভোট। ৬ হাজার ০৮৯টি ভোটে জিতেছেন আকাশ চৌধুরী।  যুগ্ম সম্পাদক পদে এবিভিপি-র জ্যোতি চৌধুরী পেয়েছেন ১৯ হাজার ৩৫৩টি ভোট। এনএসইউআই-র সৌরভ যাদবকে ৪ হাজার ৯৭২টি ভোটের ব্যবধানে হারিয়েছেন জ্যোতি।  

Advertisement

[চোখের সামনে গণধর্ষণের শিকার গার্লফ্রেন্ড, শোকে আত্মঘাতী যুবক]

দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে৷ পড়ুয়াদের বিক্ষোভের জেরে ভোটগণনা স্থগিত করতে চেয়েছিলেন কর্তৃপক্ষ। তবে পরে আবার গণনা শুরু হয়। তাতে জয়জয়কার এবিভিপি প্রার্থীদের। নির্বাচনী স্বচ্ছতা প্রসঙ্গে প্রধান নির্বাচনী অফিসারের দাবি, ছাত্র সংসদ নির্বাচনে ব্যবহৃত ইভিএমগুলি কমিশন থেকে দেওয়া হয়নি। ব্যক্তিগতভাবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই ইভিএমগুলি সংগ্রহ করেছিল। এরপর ওই ইভিএম দিয়েই নির্বাচন সম্পন্ন হয়৷ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলার পর এই বিষয়ে জানানো হবে বলেই দাবি প্রধান নির্বাচনী অফিসারের৷

[পাঁচদিন ধরে অভুক্ত, এবার গ্রামবাসীর বাড়িতে ঢুকে খাবার চাইল জইশ জঙ্গিরা]

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ফল নিশ্চিতভাবে স্বস্তি দিয়েছে গেরুয়া শিবিরকে। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি, রাফাল বিতর্ক থেকে মালিয়া ও জেটলি সাক্ষাৎ -একের পর এক ইস্যুতে কোণঠাসা কেন্দ্রের শাসক দল। এই পরিস্থিতিতে যুব সমাজের আস্থা যে তাদের দিকে, তা স্পষ্ট হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement