সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) ছাত্র সংসদ নির্বাচনে বিপুল জয় ছিনিয়ে নিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। চারটি আসনের মধ্যে তিনটিতেই জিতল এবিভিপি। সান্তনা পুরস্কার জুটেছে কংগ্রেসের (Congress)। একটিমাত্র আসনে জয়লাভ করেছে তারা। ছাত্র সংসদের চারটি পদের জন্য মোট ২৪ জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন। শনিবার সন্ধ্যায় কাউন্টিং শেষ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন এবিভিপি সদস্যরা।
এর আগে ২০১৯ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন হয়েছিল। সে বছরও চারটি পদের মধ্যে তিনটি পদে জয় পেয়েছিল গেরুয়া শিবির। এবারও তার অন্যথা হল না। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় ফল প্রকাশের পর দেখা গেল, সভাপতি পদে জয়ী হয়েছেন এবিভপির তুষার দেধা। সম্পাদক নির্বাচিত হয়েছেন এবিভপির অপরাজিতা। যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন সচিন বৈসলা। কেবল সংসদের সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কংগ্রেসের ছাত্র সংগঠনের (NSUI) প্রার্থী অভি দহিয়া।
চলতি নির্বাচনে ভোট দিয়েছেন মূল ক্যাম্পাসের পাশাপাশি দিল্লি বিশ্ববিদ্যালেয়ের অধীনে থাকা ৫২টি কলেজের ছাত্র-ছাত্রীরা। ইভিএমের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন প্রায় ১ লক্ষ পড়ুয়া। জানা গিয়েছে, চলতি বছরের ছাত্র সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৪২ শতাংশ। উল্লেখ্য, করোনা অতিমারির মধ্যে ২০২০ এবং ২০২১ সালে কোনও ভোটগ্রহণ সম্ভব হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.