সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্র-রাজনীতি নিয়ে উত্তপ্ত দিল্লি। একদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং অন্যদিকে বামপন্থী সংগঠনগুলি। গতকালই আইসা সদস্যদের উপর আঘাত হানা এবং দিল্লি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই সদস্যকে সাসপেন্ড করেছে এবিভিপি। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে জড়ো হন এবিভিপি সদস্যরা। গত বছর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছিল। তাঁদের বিরুদ্ধে তদন্ত এবং চার্জশিট দাখিলের দাবিতে এদিন আন্দোলনে শামিল হন এবিভিপি সমর্থকরা।
প্রসঙ্গত, গত বছর জেএনইউ ক্যাম্পাসে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল উমর খালিদ-সহ বেশ কিছু ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে। এর পাশাপাশি এই ছাত্র-ছাত্রীরা আফজল গুরুর ফাঁসির বিরোধিতায় সোচ্চার হয়েছিলেন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক সৃষ্টি হয়। এই ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ওঠে।
দিল্লির রামজস কলেজের ঘটনা নতুন করে সেই ঘটনাকেই উসকে দিয়েছে। পুরনো ঘটনাকে ঢাল করেই নতুন করে আন্দোলনে নেমেছে এবিভিপি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.