সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত শিক্ষাঙ্গন৷ ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত গুজর কচ্ছ বিশ্ববিদ্যালয় চত্বর৷ এবিভিপির দৌরাত্ম্যে হেনস্তার শিকার এক অধ্যাপক৷ মুখে কালি লাগিয়ে ঘোরানো হল গোটা কলেজ৷ রাসায়নিকের গন্ধে অসুস্থ ওই অধ্যাপক৷ আপাতত হাসপাতালে ভরতি রয়েছেন তিনি৷
মঙ্গলবার দুপুরে ক্লাসে ব্যস্ত ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক গিরিন বকসি৷ আচমকাই কয়েকজন এবিভিপি সমর্থক ক্লাসের ঢুকে পরে৷ ক্লাসের ভেতর তাণ্ডব শুরু করে তারা৷ অন্যান্য পড়ুয়াদের সামনে মুখে কালি লাগিয়ে দেওয়া হয় অধ্যাপকের৷ ওই অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ঘরের সামনে পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ উপাচার্যের ঘরের সামনে ঘেরাও অবস্থান শুরু করে এবিভিপি সমর্থকরা৷
Gujarat: ABVP students blackened face of the head of the science dept.(who is also heading an election related committee)earlier today,ahead of Kutch university senate elections in Bhuj.FIR registered against accused.Kutch University VC said,”We condemn this & demand an inquiry.” pic.twitter.com/Kel2OTc5KV
— ANI (@ANI) June 26, 2018
ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই চাপা উত্তেজনা ছিল কলেজ ক্যাম্পাসে৷ কে ক্ষমতায় আসবে, সে সিদ্ধান্ত নিতে পারে বিশ্ববিদ্যালয়ের সেনেটরাই৷ সেই তালিকা তৈরির দায়িত্বে রয়েছেন অধ্যাপক গিরিন বকসি৷ এবিভিপির দাবি, ওই তালিকায় রয়েছে গড়মিল৷ উপাচার্যের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করে তারা৷ অভিযোগ পাওয়া মাত্রই উপাচার্য জানান, এই তালিকা তৈরির জন্য আরও আটজনকে দায়িত্ব দেওয়া হয়েছে৷
মুখে কালি দিয়ে ঘোরানোর পর থেকেই আতঙ্কিত হয়ে রয়েছেন ওই অধ্যাপক৷ অসুস্থও হয়ে পড়েছেন তিনি৷ ত্বকের সমস্যা হচ্ছে বলে জানান গিরিন বকসি৷ কলেজ কর্তৃপক্ষের তরফে ১৫-২০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত দাবি করেছেন উপাচার্য৷ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৬, ৩৩২ ধারায় মামলার রুজু করা হয়েছে৷ এবিভিপির বিক্ষোভের জেরে ব্যাহত পঠনপাঠন৷ ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.