সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভারত-পাকিস্তান দ্বন্দ্ব সম্পর্কিত ব্যক্তিগত মতামত পোস্ট করেছিলেন এক অধ্যাপক৷ পোস্টটি নাকি ভারত বিরোধী! সেই অভিযোগে ওই অধ্যাপককে সর্বসমক্ষে ক্ষমা চাইতে বাধ্য করল গেরুয়াপন্থী ছাত্র সংগঠন এবিভিপি৷ শনিবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ভাচানা পিটামাহা এলাকা৷ এবং যখন এত কাণ্ড হচ্ছিল, তখন সেখানে উপস্থিত ছিলেন পুলিশ৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে অধ্যাপকের সেই ক্ষমা চাওয়ার ছবি৷ যদিও এখনও কোনও অভিযোগ জমা পড়েনি৷ কিন্তু তুঙ্গে সমালোচনা৷
[লোকসভায় কোন কেন্দ্র থেকে লড়বেন, জানালেন শত্রুঘ্ন সিনহ]
জানা গিয়েছে, প্রহৃত অধ্যাপকের নাম সন্দীপ ওথার৷ তিনি ডা. পিজি হালাকাট্টি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক৷ ঘটমান ইন্দো-পাক দ্বন্দ্ব নিয়ে সম্প্রতি ফেসবুকে দুটি বিতর্কিত পোস্ট করেছিলেন তিনি৷ প্রথম পোস্টে, কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় তোলেন৷ সমর্থন করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে৷ অভিযোগ করেন, পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধ পরিস্থিতি তৈরি করার জন্য দায়ি কেন্দ্রের বিজেপি সরকার৷ এবং দ্বিতীয় পোস্টটিতে সন্দীপ ওথার আক্রমণ করেন গেরুয়াপন্থীদের৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তাঁর দুটি পোস্ট৷ সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে আক্রমণের৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শেষে পোস্ট দুটি মুখে ফেলেন অধ্যাপক সন্দীপ ওথার৷
[এই দুই ব্যক্তিকেই জীবনের আদর্শ মনে করেন অভিনন্দন বর্তমান ]
অভিযোগ, এরপর সন্দীপ ওথারের কলেজে চড়াও হয় এবিভিপির সদস্যরা৷ জাতীয়তাবাদী স্লোগান দিতে দিতে কলেজের মধ্যে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন তারা৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে সেখানে পৌঁছান সন্দীপ ওথার৷ সর্বসমক্ষে হাতজোড় করে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি৷ তিনি স্বীকার করেন, ফেসবুকে ওই পোস্ট দিয়ে ভুল করেছেন৷ ঘটনায় ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যার সমালোচনায় সরব হয়েছেন অনেকে৷ যদিও এই বিষয়ে এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি৷
ABVP forces Karnataka lecturer to kneel, apologise for abusing BJP, praising Imran Khan in “anti national” social media post, while police look on in college run by Congress home minister. Police chief: whatever happened was wrong but can’t act without complaint! #NewIndia pic.twitter.com/GgQBFakwBm
— Samar Halarnkar (@samar11) March 3, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.