Advertisement
Advertisement

Breaking News

রামজস ইস্যুতে ২ সদস্যকে সাসপেন্ড করল এবিভিপি

বিশ্ববিদ্যালয়ের শান্তি নষ্ট করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে৷

ABVP activists suspended for 'attacking' AISA supporters
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 1, 2017 12:43 pm
  • Updated:March 1, 2017 12:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষের ঘটনায় দুই এবিভিপি সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ৷ পাশাপাশি বামপন্থী ছাত্র সংগঠন আইসা’র সদস্যদের মারধরের অভিযোগে এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি নষ্ট করার অভিযোগে এই দুই ছাত্রকে দল থেকে সাসপেন্ড করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷

(গুরমেহরের সমর্থনকারীরা পাকিস্তানের পক্ষে, বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর)

অভিযুক্ত দুই এবিভিপি সদস্যর নাম প্রশান্ত মিশ্র এবং বিনায়ক শর্মা৷ জানা গিয়েছে, অভিযুক্ত দুই ছাত্র দিল্লির শ্রী গুরু তেগ বাহাদুর খালসা কলেজের সামনে দুই আইসার ছাত্রদের আক্রমণ করে৷ সেই সময় আইসা’র ছাত্ররা মিছিল করে ফিরছিলেন বলে জানা গিয়েছে৷ এই অবস্থায় তাঁদের উপর চড়াও হয় প্রশান্ত এবং বিনায়ক৷ দু’পক্ষের ধস্তাধস্তির জেরে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়৷ আর তার জেরেই গ্রেপ্তার করা হয় দুই এবিভিপি সদস্যকে৷

Advertisement

(কন্ডোমের বিজ্ঞাপনে সানির লাস্যে আপত্তি মহিলাদেরই)

জানা গিয়েছে, প্রশান্ত মিশ্র শ্রী ভেঙ্কটেশ কলেজের ছাত্র সভাপতি৷ বিনায়ক শর্মাও ওই একই কলেজের ছাত্র৷ কিন্তু তাদের বিরুদ্ধে খালসা কলেজের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে৷ আর তারই ফলে বুধবার সাসপেন্ড করল এবিভিপি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement