Advertisement
Advertisement

বিতর্কসভা নিয়ে আপত্তি, কলেজে হামলার অভিযোগ ABVP-র বিরুদ্ধে

ফিরে এল কানহাইয়াকে নিগ্রহের স্মৃতি...

ABVP activists disrupt Aligarh college's seminar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 26, 2017 3:05 pm
  • Updated:December 27, 2019 2:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশদ্রোহিতার অভিযোগে ফের কলেজে ঢুকে হামলার অভিযোগ এবিভিপি-র সদস্যদের বিরুদ্ধে৷ এদিন আলিগড়ের ধরম সমাজ ডিগ্রি কলেজের একটি বিতর্কসভায় অংশ নিতে গিয়েছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ফয়জুল হাসান৷

অভিযোগ, ওই অনুষ্ঠানে হাসানকে ‘দেশদ্রোহী’ বলে ক্ষোভে ফেটে পড়েন এবিভিপি-র সদস্যরা৷ হাসানকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়৷ অনুষ্ঠানটির আয়োজক ও এবিভিপি-র সদস্যদের মধ্যে হাতাহাতি লেগে যায় বলে জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম৷

Advertisement

[‘হিন্দুদের করের টাকায় মুসলিমদের ভরতুকি দেওয়া বন্ধ হোক’]

সূত্রের খবর, গতবছর দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে কানহাইয়া কুমারের পক্ষে সওয়াল করার জন্যই হাসানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিল এবিভিপি৷ এবিভিপি নেতা অমিত গোস্বামী বলেন, “ওর মতো দেশদ্রোহীকে নিজের কথা বলার জন্য কোনও প্ল্যাটফর্ম দেওয়া উচিত নয়৷”

এবিভিপি সদস্যদের হাতে নিগৃহীত আরেক অতিথি প্রশান্ত ভূষণ হামলাকারীদের তীব্র সমালোচনা করে বলেন, “কেন্দ্রের সরকার শুধু দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছে না, যাঁরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, তাঁদের কন্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে৷” গত এক মাসে এই নিয়ে দ্বিতীয়বার বিজেপির কোনও ছাত্র-যুব সংগঠনের বিরুদ্ধে গন্ডগোল পাকানোর অভিযোগ উঠল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement