Advertisement
Advertisement

সিরিয়ায় নিকেশ আইএসের ভারতীয় শাখার প্রধান ইউসুফ

আবুর নিশানায় ছিল উপমহাদেশের যুব প্রজন্ম।

Abu Yusuf al-Hindi, Indian ISIS Operative, Reported Dead in Raqqa
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 22, 2017 4:36 am
  • Updated:October 4, 2019 4:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সিরিয়ায় নিকেশ ভারতীয় আইএসের অপারেটিভ আবু ইউসুফ অল হিন্দি। জঙ্গি সংগঠনটির মুখপাত্র আমাক এজেন্সি ঘটনার সত্যতা স্বীকার করেছে। সিরিয়ার উত্তর পশ্চিম রাক্কায় কুর্দিশ ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংঘর্ষে খতম হয় এই আইসিস অপারেটিভ।

[পাকিস্তানকে বেনজির তুলোধোনা ট্রাম্পের, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি]

Advertisement

আমাক এজেন্সি সূত্রে খবর, ইউসুফের সঙ্গে তার অস্ট্রেলিয়ান সহযোগী আবু ফাহাদও ছিল। সংঘর্ষে তারও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ভারতীয় উপমহাদেশে আইএসের অন্যতম প্রধান নিয়োগকর্তা ছিল আবু ইউসুফ। মহম্মদ সাফি আরমার নামেই বেশি পরিচিত ছিল সে। তবে ছোটে মৌলা বা আনজান ভাই নামেও ডাকা হল আবু ইউসুফকে। ২০১৭ সালের জুন মাসে একে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। আবুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিসও জারি ছিল।

[তেলবাহী জাহাজের সঙ্গে ভীষণ টক্কর মার্কিন রণতরীর, নিখোঁজ ১০ নাবিক]

কর্নাটকের ভটকালের বাসিন্দা ইউসুফ আগে ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য ছিল। পরে আইএসের হয়ে কাজ করতে শুরু করে সে। মূলত আন্তর্জাতিক ক্ষেত্রে জঙ্গি নিয়োগের কাজ করত এই আইএস সদস্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন যুবককে প্রভাবিত করত সে।ভারত ছাড়াও, শ্রীলঙ্কা, বাংলাদেশের যুবকদের মগজধোলাই করে আইএসে নিয়োগের ব্যবস্থা করত। এর জন্য মোটা অঙ্কের অর্থের টোপ দেওয়া হত। ঠিক কীভাবে আবু ইউসুফের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এই সন্ত্রাসবাদী সংগঠনের মুখপাত্র সূত্রে খবর, ড্রোন হানা বা বোমারু বিমান হানায় খতম হয়েছে এই জঙ্গি। ২০১৩ সালে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া ইয়াসিন ভাটকলকে জিজ্ঞাসাবাদ করে আবু ইউসুফের পরিচয় জানা যায়।

[ডোকলাম ইস্যুতে সুর নরম চিনের, দেখুন নয়া ভিডিও]

আইসিস বিরোধী অভিযান আরও বাড়িয়েছে আমেরিকা। ইসলামিক স্টেটের খাসতালুক, তাদের রাজধানী রাকায় হামলা শুরু করল মার্কিন বিমানবাহিনী। মার্কিন বায়ুসেনার হামলায় ২৭জন অসামরিক ব্যক্তি প্রাণ হারান।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement