Advertisement
Advertisement

‘বউমা শর্টস পরলেও কি তবে গণ শ্লীলতাহানি কাম্য?’

আয়েশার ছবিকে সামনে রেখেই টুইটারে আজমির নিন্দা করেন অনেকে৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 4, 2017 1:36 pm
  • Updated:January 4, 2017 1:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনকার মেয়েরা যত খাটো পোশাক পরে, তত তাদের ফ্যাশনেবল বলা হয়৷ এই ধরনের পোশাক ভারতীয় সংস্কৃতির পরিপন্থী৷ আর এই পোশাকই শ্লীলতাহানির কারণ৷ বেঙ্গালুরুর গণ শ্লীলতাহানি কাণ্ডের প্রেক্ষিতে এহেন মন্তব্যই করেছিলেন সপা নেতা আবু আজমি৷ আর তা নিয়ে নিন্দায় সরব বিভিন্ন মহল৷

বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে শ্লীলতাহানি হয় অসংখ্য মহিলার৷ লজ্জায় ও ভয়ে কেউই প্রথমে পুলিশের দ্বারস্থ হয়নি৷ তবু ধীরে ধীরে ঘটনা প্রকাশ্যে আসছে৷ এক তরুণী একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে সম্প্রতি৷ পুলিশ কমিশনার প্রবীণ সুদ ইতিমধ্যেই জানিয়েছেন, প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে৷ কিন্তু নিগ্রহকারীদের শাস্তি চাইলেও মহিলাদেরই দোষারোপ করেছেন সপা নেতা৷ কাঠগড়ায় তুলেছেন তাঁদের খাটো পোশাককে৷ এমনকী খারাপ দিনকালে মহিলাদের একা একা বাইরে বেরনো উচিত নয় বলেও মত তাঁর৷ আর এ মন্তব্য সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে৷

Advertisement

টুইটে আজমিকে একহাত নিয়েছেন কমেডিয়ান সোনম মহাজন৷ আজমির বউমা অভিনেত্রী আয়েশা তাকিয়া৷ আয়েশার একটি ছবি পোস্ট করে তাঁর মন্তব্য, বউমা যদি শর্টস পরে তাহলে কি তাঁর ক্ষেত্রেও গণ শ্লীলতাহানি কাম্য৷ প্রসঙ্গত, আয়েশা নিজেও তাঁর শ্বশুরের সঙ্গে সহমত নন৷ এর আগেও ধর্ষণ প্রসঙ্গে মেয়েদেরই দোষ দিয়েছিলেন আজমি৷ সেই সময় শ্বশুরের মন্তব্যের জন্য যে তিনি লজ্জিত, এ কথা জানিয়েছিলেন আয়েশা৷ এদিন আয়েশার ছবিকে সামনে রেখেই টুইটারে আজমির নিন্দা করেন অনেকে৷

আজমির মত যে ধর্মীয় মৌলবাদকেই প্রশ্রয় দিচ্ছে সে কথাও বলেছেন অনেকে৷ বস্তুত মহিলাদের দোষারোপ করার প্রবণতার মধ্যেই  ধর্ষণ ও শ্লীলতাহানিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখার চেষ্টা আছে৷ গোঁড়া ইসলামিক দেশের ক্ষেত্রে যা হয়ে থাকে৷ সেদিকেও ইঙ্গিত করেছেন অনেকে৷ ইতিমধ্যেই আজমির বিরুদ্ধে সমন জারি করেছে জাতীয় মহিলা কমিশন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement