Advertisement
Advertisement

Breaking News

Aurangzeb Remark Row

ঔরঙ্গজেব-বিতর্কে সাসপেন্ড আবু আজমি! ‘উত্তরপ্রদেশে পাঠিয়ে দিন, চিকিৎসা করে দেব’, বলছেন যোগী

'আমি মনে করি না, উনি নিষ্ঠুর শাসক ছিলেন', বলেছিলেন সমাজবাদী পার্টির নেতা।

Abu Azmi suspended from Assembly amid Aurangzeb remark row
Published by: Hemant Maithil
  • Posted:March 5, 2025 6:03 pm
  • Updated:March 5, 2025 6:53 pm  

হেমন্ত মৈথিল, লখনউ: ঔরঙ্গজেবকে নিয়ে বিতর্কের জেরে মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির নেতা-বিধায়ক আবু আজমি বরখাস্ত হলেন মহারাষ্ট্র বিধানসভা থেকে। গোটা অধিবেশন থেকে বরখাস্ত করা হয়েছে তাঁকে। বুধবারই তাঁকে বরখাস্ত করার প্রস্তাব পেশ করেন বিধানসভা বিষয়ক মন্ত্রী চন্দ্রকান্ত পাটিল। তা পাশ হল এদিন। যার ফলে বরখাস্ত হতে হল চারবারের বিধায়ককে। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে বিদ্ধ করে বলেছেন, ”শিবাজির মতো মহাত্মাকে যারা অপমান করে তাদের ধিক্কার। ওঁকে উত্তরপ্রদেশে পাঠিয়ে দিন, চিকিৎসা করে দেব।”

২৬ মার্চ শেষ হবে বিধানসভার বর্তমান অধিবেশন। ততদিন প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবু আজমি বলেছেন, যা হল তা অন্যায়। সরকারের ‘দ্বিচারী সত্তা’ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এক্স হ্যান্ডলে তাঁকে লিখতে দেখা যায়, ‘আমাকে বরখাস্ত করা হল অন্যায়ভাবে। কেবল আমার সঙ্গে অন্যায় নয়, যে লক্ষ লক্ষ মানুষের আমি প্রতিনিধি তাঁদের সকলেরই সঙ্গে অন্যায় হল। আমি সরকারের কাছে জানতে চাই, রাজ্যে কি দুরকমের আইন আছে? একটা আবু আজমির জন্য, অন্যটা প্রশান্ত কোরাৎকার ও রাহুল শোলাপুরকারের জন্য।’

Advertisement

ঠিক কী বলেছিলেন আবু আজমি? বিধানসভায় তাঁকে বলতে শোনা যায়, ”ভুল ইতিহাস দেখানো হয়েছে ‘ছাবা’ ছবিতে। ঔরঙ্গজেব অনেক মন্দির নির্মাণ করেছিলেন। আমি মনে করি না, উনি নিষ্ঠুর শাসক ছিলেন।” সমাজবাদী পার্টির নেতা-বিধায়ক আবু আজমির এহেন মন্তব্যকে ঘিরে ঝড় উঠে যায়। বিজেপি নেত্রী ও প্রাক্তন সাংসদ নবনীত রানা দাবি করেন, মুঘল সম্রাটের কবর সরিয়ে নিয়ে যাওয়া হোক মহারাষ্ট্র থেকে। ভিডিওয় বলতে শোনা গিয়েছে, ”যাঁরা ঔরঙ্গজেবকে ভালোবাসেন তাঁদের উচিত নিজের বাড়িতে তাঁর কবর সাজিয়ে রাখা।” এরপরই তাঁর আর্জি, ”আমি মহারাষ্ট্র সরকারকে অনুরোধ করতে চাই যেভাবে ঔরঙ্গাবাদের নাম বদলে সম্ভাজি মহারাজের নামে রাখা হয়েছে, সেভাবেই ধ্বংস করে দেওয়া হোক ঔরঙ্গজেবের কবর। যে সব মানুষরা ঔরঙ্গজেবকে ভালোবাসেন, তাঁরা সেই কবরকে নিজের বাড়িতে সাজিয়ে রাখুন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub