Advertisement
Advertisement
INDIA Alliance

INDIA জোটের কো-অর্ডিনেশন কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেই গান্ধী পরিবারের কেউ

নতুন প্রজন্মকে নিয়ে তৈরি হয়েছে কো-অর্ডিনেশন।

Abhishek Banerjee in INDIA coordination committee. no member from Gandhi family |Sangabd Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 1, 2023 3:43 pm
  • Updated:September 1, 2023 4:16 pm

কিংশুক প্রামাণিক, মুম্বই: লোকসভার ভোটের রণকৌশল তৈরিতে আরও একধাপ এগিয়ে গেল INDIA জোট। মুম্বইতে তৃতীয় জোট বৈঠকে একসঙ্গে লড়াইয়ের আরও জোরদার বার্তা দিয়ে কো-অর্ডিনেশন কমিটি বা সমন্বয়কারী দল তৈরি হল। মারাঠাভূম থেকেই আরেক ধাপ এগিয়ে গেল কংগ্রেস, তৃণমূল, সিপিএম, ডিএমকে, এসপি, পিডিপি-সহ ২৬ দল। তাৎপর্যপূর্ণভাবে সেই কমিটিতে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে নেই গান্ধী পরিবারের সকলে।

শুক্রবার মুম্বইয়ের পাঁচতারা হোটেলে বিরোধীদের তৃতীয় বৈঠকে বিরোধীদের তরফে ঠিক হল ১৩ সদস্যের কো-অর্ডিনেশন কমিটি। তাতে সর্বোচ্চ ব্যক্তি হিসেবে রয়েছেন শরদ পওয়ার (এনসিপি)। অন্যান্য সদস্যরা – হেমন্ত সোরেন (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা), কে সি বেণুগোপাল (কংগ্রেস), সঞ্জয় রাউত (শিব সেনা), ওমর আবদুল্লাহ (এনসি), মেহবুবা মুফতি (পিডিপি), ডি রাজা (সিপিআই), টি আর বালু (ডিএমকে), তেজস্বী যাদব (আরজেডি), রাঘব চাড্ডা (আপ), অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল), লালন সিং (জেডিইউ), জাভেদ আলি খান (সমাজবাদী পার্টি)। তাৎপর্যপূর্ণভাবে সিপিএমের কোনও প্রতিনিধি নেই কো-অর্ডিনেশন কমিটিতে। নেই গান্ধী পরিবারের কেউ। কংগ্রেসের (Congress) তরফে কে সি বেণুগোপালকে এই কমিটির প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন:‘ধর্ষণের হাত থেকে বাঁচতে চাইলে বেশি মদ খাওয়া ছাড়ুন’ ইটালির প্রধানমন্ত্রীর স্বামীর মন্তব্যে বিতর্ক]

উল্লেখ্য, সম্প্রতি সর্বভারতীয় স্তরে তৃণমূলের প্রতিনিধি হিসেবে একাধিকবার উঠে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তিনি নানা রাজনৈতিক বৈঠকে উপস্থিত থেকেছেন। এমনকী INDIA জোটের বৈঠকেও বেঙ্গালুরুতে (Bengaluru) ছিলেন অভিষেক। বুধবার ভোরে দিল্লিতে রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আলাদা করে দেখা করেছেন তিনি। এরপরই দেখা গেল, মুুম্বইয়ের বৈঠকে ১৩ সদস্যের কো-অর্ডিনেশন কমিটিতে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।  আসলে তরুণ প্রজন্মকেই এগিয়ে দেওয়া হয়েছে এই কমিটিতে। 

[আরও পড়ুন: চোরের উপর বাটপাড়ি! চুরির সোনা হাতাতে যুবককে অপহরণের চেষ্টা, ছক বানচাল পুলিশের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement