বঙ্গভোটে বিপুল জয়ের পর নতুন দায়িত্ব পেয়ে ত্রিপুরা সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০২৩-এ বিজেপি শাসিত ত্রিপুরা জয়ের লক্ষ্যে ঘুঁটি সাজাতেই তাঁর এই সফর বলে রাজনৈতিক মহলের মত। সোমবার অভিষেকের সফরসঙ্গী রাজ্যের আরও দুই মন্ত্রী ব্রাত্য বসু, মলয় ঘটক। দিনভর অভিষেকের একাধিক কর্মসূচি রয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। রইল:
ফিরছেন বাড়ি: কলকাতার উদ্দেশে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের গাড়িতে হামলার নিন্দায় শমীক : ত্রিপুরায় অভিষেকের গাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন বঙ্গ বিজেপির নেতা শমীক ভট্টাচার্য। বললেন, “অভিষেকের কনভয়ে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি এ ধরনের ঘটনাকে সমর্থন করে না।”
ত্রিপুরাতেও এবার দুয়ারে সরকার: ‘দুয়ারে সরকার’ এবার ত্রিপুরাতেও। সাংবাদিক বৈঠকে অভিষেকের দাবি, ”দুয়ারে দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার পৌঁছে দেওয়াই লক্ষ্য।” এরপর তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ”পারলে আমাকে আটবেন, ১২ দিনের মধ্যে আবার আসব।”
‘আগামী দেড় বছরে এখানে উন্নয়নের সরকার গড়ব’: ”আজকের তারিখ লিখে রাখুন, একবার তৃণমূল ত্রিপুরায় পা রেখেছে, আগামী দেড় বছরে এখানে গণতন্ত্রের সরকার, উন্নয়নের সরকার গড়ব। আপনাদের সহযোগিতা প্রয়োজন।” জনতার কাছে আবেদন অভিষেকের।
‘আমাকে আটকানো যাবে না’: ”আমি যাতে ত্রিপুরেশ্বরী মায়ের কাছে না পৌঁছতে পারি, পুজো না দিতে পারি, তার জন্য এই বাধা। আমার ৩ নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। কিন্তু তাতে আমাকে আটকানো যায়নি, যাবেও না। আমরা লোহার মতো। যত তাতাবে, তত শক্ত হবে।” সাংবাদিক বৈঠকে কনভয়ে হামলা, বাধা নিয়ে নাম না করে ত্রিপুরার বিজেপি সরকারকে তোপ অভিষেকের। তুললেন নারীসুরক্ষার প্রসঙ্গও।
সরব ব্রাত্য: সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ব্রাত্য বসু, মলয় ঘটক। ত্রিপুরায় অভিষেক পা দেওয়ার পরপর বাধা দেওয়ার ঘটনা নিয়ে বিজেপি সরকারের প্রতি আক্রমণ শানালেন ব্রাত্য বসু।
সংসদে সরব ডেরেক: ত্রিপুরায় অভিষেকের গাড়িতে হামলার বিষয়টি রাজ্যসভায় তুললেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। টুইটারে তিনি লেখেন, “অমিত শাহ সংসদে এসে কঠিন প্রশ্নের জবাব দিন। এটা কি গণতন্ত্র?”
Raised the issue in Rajya Sabha of Lok Sabha MP @abhishekaitc being attacked today in Tripura. Amit Shah please come to #Parliament and answer the hard questions. Democracy? pic.twitter.com/aoRtHGP1LF
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) August 2, 2021
তৃণমূলকে কটাক্ষ বিজেপির: ত্রিপুরায় অভিষেকের গাড়িতে ‘হামলা’র ঘটনায় পালটা তৃণমূলকেই বিঁধল বঙ্গ বিজেপি। তাদের তরফে টুইট করে বলা হয়েছে, “‘বাংলায় বিরোধী দলের নেতাদের সঙ্গে এমন আচরণ রোজকার ব্যাপার। এখন দেখা যাচ্ছে, তৃণমূলের হিংস্র কর্মীদের ত্রিপুরায় পাঠানো হয়েছে। অপেক্ষা করুন, কিছুদিন পর বাংলার মানুষও এ রাজ্যে তৃণমূল নেতাদের সঙ্গে এরকমই আচরণ করবে।”
While this has been a routine affair in Bengal for any opposition leader, seems you have now dispatched violent TMC cadres to Tripura… Wait till the people of Bengal do this to TMC leaders in West Bengal too. https://t.co/w6PLlojgq1
— BJP Bengal (@BJP4Bengal) August 2, 2021
সাংগঠনিক বৈঠকে অভিষেক: পুজো দেওয়ার পর আগরতলায় ফিরে ত্রিপুরায় দলের কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে বসেছেন TMC’র সাধারণ সম্পাদক। এরপর বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।
ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো: অবশেষে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরোহিতের সঙ্গে মন্ত্রোচ্চারণ করে দিলেন অঞ্জলিও। কপালে সিঁদুরের টিকা লাগিয়ে দিলেন পুরোহিত। অভিষেকের সঙ্গে পুজো দিলেন মলয় ঘটক, ব্রাত্য বসু। ত্রিপুরেশ্বরী মন্দিরের গর্ভগৃহে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মন্দিরে উত্তেজনা: মন্দির চত্বরে জমায়েত বহু তৃণমূল কর্মী, সমর্থকের। ‘খেলা হবে’ স্লোগানে মুখর এলাকা। কোভিড বিধি লঙ্ঘনের জন্য় তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করায় বাধার মুখে পুলিশ। ত্রিপুরেশ্বরী মন্দির এলাকায় ব্যাপক উত্তেজনা।
অভিষেকের গাড়িতে ‘হামলা’: বিশ্রামগঞ্জের কাছে অভিষেকের কনভয়ের একটি গাড়ির উপর হামলা। লাঠি নিয়ে মার। ভিডিও টুইট করে বিজেপিকে দুষলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিক্রিয়া, ‘অতিথি দেব ভব-র উদাহরণ দেখলাম, ত্রিপুরার মানুষই এর বিচার করবেন।’
Democracy in Tripura under @BJP4India rule!
Well done @BjpBiplab for taking the state to new heights. pic.twitter.com/3LoOE28CpW
— Abhishek Banerjee (@abhishekaitc) August 2, 2021
গো ব্যাকের পালটা খেলা হবে: মন্দির চত্বরে তৃণমূল (TMC)-বিজেপি (BJP) সমর্থকদের ভিড়। বিজেপি সমর্থকদের মুখে ‘গো ব্যাক’ ধ্বনি, তৃণমূল সমর্থকরা বলছেন – ‘খেলা হবে’। বিজেপি সমর্থকদের মুখে সরকারের জয়গান। দাবি, করোনা টিকাকরণে দারুণ কাজ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। দু’দলের স্লোগান, পালটা স্লোগানে সরগরম মন্দির চত্বর। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
স্কুল পড়ুয়াদের বিক্ষোভ: ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে চড়িলাং এলাকায় আটকানো হল অভিষেকের কনভয়। রাস্তায় পোস্টার হাতে বসে পড়ল স্কুলপড়ুয়ারা। উঠল ‘অভিষেক ব্য়ানার্জি গো ব্য়াক’ স্লোগান, দেখানো হল কালো পতাকাও। অভিষেক নিজে গাড়ি থেকে নেমে কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। তারপর তাঁর রাস্তা ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, প্রধান শিক্ষকের বদলির দাবিতে পড়ুয়ারা পথে নেমেছে।
আক্রান্ত তৃণমূল ছাত্র নেতারা: আগরতলা বিমানবন্দরের কাছে দলীয় পতাকা লাগাতে গিয়ে ‘আক্রান্ত’ তৃণমূল ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা। তাঁদের সরিয়ে পতাকা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিমানবন্দর থেকে আগরতলা শহরে প্রবেশের মুখে তৃণমূলের সব পতাকাই ছেঁড়া বলে অভিযোগে সরব দলীয় নেতৃত্ব। ২৩-এ হারের ভয়ে এই কাজ বিজেপির, অভিযোগ দেবাংশুর।
মন্দিরের পথে অভিষেক: মাতাবাড়ির ত্রিপুরেশ্বরী মন্দিরের পথে অভিষেক। তাঁর সঙ্গে মন্দির দর্শনে ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
বিজেপির বিক্ষোভ: অভিষেকের কনভয় ঊষাবাজার পৌঁছতেই বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন বলে অভিযোগ। পালটা বিক্ষোভে শামিল হন স্থানীয় তৃণমূল কর্মীরা। ফলে অভিষেকের কনভয় বিশেষ বাধা পায়নি।
আগরতলায় পৌঁছলেন অভিষেক: আগরতলা বিমানবন্দরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে গাড়িতে উঠে ত্রিপুরেশ্বরী মন্দিরের দিকে রওনা। কপ্টারে যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য সড়কপথেই গেলেন তিনি।
মন্দিরে ব্যস্ততা: পুজো দেবেন অভিষেক। তার জন্য মাতাবাড়ির ত্রিপুরেশ্বরী মন্দিরে চলছে আয়োজন। কোভিডবিধি মেনে সেখানে পুজো দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
উড়ে গেলেন অভিষেক: দমদম বিমানবন্দরে প্রবেশ করলেন অভিষেক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্রেফ হাত নাড়লেন, কোনও মন্তব্য করেননি তৃণমূলের সাধারণ সম্পাদক। দমদম বিমানবন্দর থেকে 6C9409 ইন্ডিগো চার্টার্ড ফ্লাইটে আগরতলার উদ্দেশে উড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ব্রাত্য-মলয়ের যাত্রা শুরু: আগরতলার উদ্দেশে বিমানে রওনা মন্ত্রী ব্রাত্য বসু, মলয় ঘটকের। অভিষেক পৌঁছনোর আগে তাঁরা ত্রিপুরা পৌঁছে গোটা পরিস্থিতি আগাম পরিদর্শন করবেন।
আক্রান্ত তৃণমূল: আগরতলার রাস্তাজুড়ে ছেঁড়া তৃণমূলের ব্যানার, হোর্ডিং। অভিষেকের সফরের আগেই এই ঘটনায় শাসকদল বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.