আধ্যাত্মিক প্রচারক অভিনব আরোরা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের বাহুবলী সাংসদ পাপ্পু যাদবের পর এবার বিষ্ণোই গ্যাংইয়ের নিশানায় ১০ বছরের এক নাবালক। আধ্যাত্মিক প্রচারের জন্য সোশাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় ওই বালকের নাম অভিনব আরোরা। তাঁর পরিবার সূত্রের খবর, অভিনবকে খুন করে ফেলা হবে বলে হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংইয়ের সদস্যরা।
এই হুমকির কথা প্রকাশ্যে এনে অভিনবর মা জ্যোতি আরোরা বলেন, ঈশ্বরভক্তি ছাড়া আর কিছুই করেনি আমার ছেলে। কেন তাকে খুনের হুমকি দেওয়া হল তা আমার কাছে স্পষ্ট নয়। সোমবার আমাদের কাছে একটি ফোন কল আসে সেই ফোন ধরতে না পারায় হোয়াটস অ্যাপে ভয়েস মেসেজ পাঠানো হয়। যেখানে বলা হয় অভিনবকে খুন করে দেওয়া হবে। পর পর দুদিন এই হুমকি বার্তা আসে অভিনবর পরিবারের কাছে। ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছে অভিনবর পরিবার।
উল্লেখ্য, দিল্লির বাসিন্দা অভিনব মূলত ‘স্পিরিচুয়াল কনটেন্ট’ তৈরি করে। তার দাবি, মাত্র তিন বছর বয়স থেকেই তার আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে সোশাল মিডিয়াতে ব্যাপকভাবে ট্রোল হতে দেখা গিয়েছে অভিনবকে। যার জেরে বেশ কয়েকজন ইউটিউবারের বিরুদ্ধে আদালতে মানহানির মামলাও করেন অভিনব। এর পর ভয়েস মেসেজে খুনের হুমকিতে সেই ঘটনার যোগ থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।
সম্প্রতি পাপ্পু যাদবকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। হুমকি ফোনে জানানো হয়, লরেন্সের বিরুদ্ধে কোনওরকম মন্তব্য না করে পাপ্পু যেন তাঁর নিজের চরকায় তেল দেন। এটাও জানান, পাপ্পুকে তারা বড় ভাইয়ের চোখে দেখেন। তার পরও যদি তিনি কথা না শোনেন সেক্ষেত্রে পরিণতি অত্যন্ত শোচনীয় হবে। বিষ্ণোই গ্যাংয়ের তরফে এমন ফোন কল পেয়ে সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন পাপ্পু যাদব। যেখানে গোটা ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়ার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তার দাবি জানান তিনি। সোশাল মিডিয়াতেও সেই ফোন কলের রেকর্ড তুলে ধরা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.