Advertisement
Advertisement
অভিনন্দন বর্তমান

অদম্য সাহসিকতাকে কুর্নিশ, বীরচক্র সম্মান পাচ্ছেন অভিনন্দন বর্তমান

স্বাধীনতা দিবসে সম্মানিত করা হতে পারে অভিনন্দনকে৷

Abhinandan Varthaman is likely to be awarded a Vir Chakra for his exploits
Published by: Sayani Sen
  • Posted:August 8, 2019 10:00 am
  • Updated:August 8, 2019 10:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তানে যুদ্ধের আবহে অদম্য সাহসিকতার প্রমাণ দিয়ে শিরোনামে চলে আসেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ এবার তাঁকে বীরচক্র সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করা হল৷ পরমবীর চক্র এবং মহাবীর চক্রের পর এটি ভারতের তৃতীয় সম্মান৷ স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার উইং কমান্ডারকে এই সম্মানে ভূষিত করা হতে পারে৷

গত ১৪ ফেব্রুয়ারি তুষারাবৃত উপত্যকা রক্তে লাল হয়ে উঠেছিল৷ পাকিস্তানি আত্মঘাতী জঙ্গি হামলায় পুলওয়ামায় শহিদ হন চল্লিশেরও বেশি ভারতীয় সিআরপিএফ জওয়ান৷ শহিদের রক্তে ক্ষোভ তৈরি হয় ভারতবাসীর মনে৷ প্রতিহিংসার আগুনে জ্বলে ওঠেন সকলেই৷ পুলওয়ামায় হামলার ঠিক বারোদিনের মাথায় বোমারু যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর মাধ্যমে আকাশপথে পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা৷ ধ্বংস করে দেওয়া হয় বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি৷ তবে তাতেও শিক্ষা হয়নি পাকিস্তানের৷

Advertisement

[আরও পড়ুন: বন্যায় বিপর্যস্ত মহারাষ্ট্রে মৃত ১৬ জন, ঘরছাড়া লক্ষাধিক]

তার ঠিক পরেরদিনই আকাশপথে ভারতকে আক্রমণের চেষ্টা করে পাকিস্তান৷ যোগ্য জবাব দেয় ভারত৷ ধাওয়া করে পাকিস্তানের এফ-১৬ বিমান গুলি করে নামান ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ যদিও সীমানা পেরিয়ে ঢুকে যাওয়ায় পাকিস্তান অভিনন্দনকে বন্দি করে৷ কূটনৈতিক চাপের কাছে মাথানত করে অভিনন্দনকে ভারতে ফেরাতে বাধ্য হন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷

AVINANDAN-VARTAMAN

তবে যুদ্ধের আবহে শত্রুপক্ষের হাতে ধরা পরেও দাঁতে দাঁত চেপে নিজের দায়িত্ব পালন করেছেন অভিনন্দন৷ তাই তাঁকে নিয়ে গর্বিত গোটা দেশ৷ অদম্য সাহসিকতার কথা মাথায় রেখে অভিনন্দন বর্তমানকে বীরচক্র সম্মানে ভূষিত করা হবে৷

[আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিলে ‘মওকা’ অবিবাহিতদের! ‘গুগল সার্চ’-এ উপরের সারিতে কাশ্মীরি মেয়েরা]

বায়ুসেনার এক উচ্চপদস্থ আধিকারিকরা বলেন, ‘‘আগামী ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন বর্তমানকে যদি বীরচক্র সম্মান দেওয়া হয়, তবে সত্যি তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানানো হবে৷’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement