Advertisement
Advertisement
Abdul Latif

সিবিআইয়ের ডাকে সাড়া দেননি, এবার গরু পাচার মামলায় আবদুল লতিফকে দিল্লিতে ডাকল ED

খুনের দিন রাজু ঝায়ের সঙ্গে দেখা গিয়েছিল লতিফকে।

Abdul Latif summoned by ED to Delhi in Cattle Smuggling case | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 6, 2023 1:00 pm
  • Updated:April 6, 2023 1:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআইয়ের (CBI) ডাকে সাড়া দেননি। গাঢাকা দিয়েছিলেন বাংলাদেশে। দিন কয়েক আগে শক্তিগড়ের শুটআউটে রাজু ঝায়ের গাড়িতে তিনি উপস্থিত ছিলেন বলে খবর ছড়ায়। তারপর থেকে ফের বেপাত্তা আবদুল লতিফ। এবার গরু পাচার (Cattle Smuggling) মামলায় তাঁকে দিল্লিতে ডেকে পাঠাল ইডি। বৃহস্পতিবার তাঁকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল, সায়গল হোসেন, এনামুল হক আপাতত তিহাড়ে বন্দী। তাঁদের নিয়মিত জেরা করছে সিবিআই ইডি। এবার সেই মামলায় আবদুল লতিফকে ডেকে পাঠাল ইডি। এর আগে গত জুন মাসে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছিল। মার্চ মাসে ফের তাঁকে তলব করা হয়। কিন্তু অসুস্থ বলে দাবি করে হাজিরা এড়ান লতিফ। অথচ রাজু যেদিন খুন হন সেদিন শক্তিগড়ে দেখা যায় তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: খলিস্তানি তাণ্ডবের পর এবার হিন্দু মন্দির ভাংচুর কানাডায়, লেখা হল ভারত বিরোধী স্লোগান]

প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় সিবিআইয়ের খাতায় নাম রয়েছে লতিফের। ডাকাও হয়েছিল তাঁকে। কিন্তু সেইসময় তিনি বাংলাদেশে গা ঢাকা দেন বলে অভিযোগ। রাজু ঝা হত্যাকাণ্ডের দিন দশেক আগে বীরভূমে তিনি ফিরেছিলেন বলে খবর। শক্তিগড়ে শুটআউটের পর থেকে ফের পলাতক লতিফ। এবার তাঁকে ডাকল ইডি। আগামী সপ্তাহে দিল্লিতে তিনি হাজিরা দেন কি না, সেটাই এখন দেখার। 

[আরও পড়ুন: হনুমান জয়ন্তী: কেমন কাজ করছে কেন্দ্রীয় বাহিনী? কতটা নিরাপদ বঙ্গবাসী? জানতে পথে রাজ্যপাল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement