Advertisement
Advertisement

জেএনইউ ক্যাম্পাস থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ

ঘটনায় তীব্র চাঞ্চল্য বিশ্ববিদ্যালয় চত্বরে৷

Abandoned bag found in JNU Campus with 1 local pistol & 7 cartridges
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 7, 2016 12:55 pm
  • Updated:November 7, 2016 12:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ভিতর থেকে মিলল আগ্নেয়াস্ত্র, কার্তুজ৷ সোমবার বিশ্ববিদ্যালয়ের নর্থ গেটের কাছে একটি কালো পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন এক নিরাপত্তারক্ষী৷ সেই ব্যাগের ভিতর থেকেই উদ্ধার হয় একটি পিস্তল, কার্তুজ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে৷

যে বন্দুকটি জেএনইউ-র ভিতর থেকে উদ্ধার হয়েছে সেটি একটি ৭.৬৫ ক্যালিবরের দেশি পিস্তল৷ সঙ্গে মিলেছে সাত রাউন্ড কার্তুজ৷ রবিবার রাত দু’টো নাগাদ রুটিন তল্লাশির সময় ব্যাগটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা৷ অস্ত্র আইনের অধীনে একটি মামলাও দায়ের করেছে পুলিশ৷ নাশকতার উদ্দেশে কি এই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ আনা হয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তদন্ত করছে দিল্লি পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement