সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও শুরু হয়নি টিকাকরণ। এই পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে দেশের সকলকে কোভিড (COVID-19) বিধি মেনে চলতে বলে হচ্ছে বারবার। যার মধ্যে অন্যতম হল কোনও জমায়েতে গেলে অবশ্যই মাস্ক (Mask) পরে থাকা। কিন্তু আম আদমি পার্টির (AAP) শেয়ার করা এক ভিডিওয় দেখা যাচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রীই (PM Modi) মাস্ক পরতে চাইছেন না! টুইটারে ভিডিওটি শেয়ার করে নরেন্দ্র মোদিকে ট্রোল করার সুযোগ হাতছাড়া করতে চায়নি অরবিন্দ কেজরিওয়ালের দল।
ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। বহু নেটিজেনই সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর। ঠিক কী দেখা যাচ্ছে ভিডিওটিতে? কোনও এক মেলায় হস্তশিল্পের স্টলের পাশ দিয়ে যাচ্ছিলেন নরেন্দ্র মোদি। সেই স্টলে মাস্কও ছিল। প্রধানমন্ত্রীর মুখে কোনও মাস্ক ছিল না। এক স্বেচ্ছাসেবী তাঁকে মাস্ক দিতে চাইলে তিনি পত্রপাঠ তা প্রত্যাখ্যান করেন। পরে তাঁর হাতে মাস্ক তুলে দেওয়া হলেও তিনি সেটি নামিয়ে রাখেন। হাত নেড়ে ইশারা করে বোঝান তিনি মাস্কটি নিতে চাইছেন না। এরপর তিনি মন দেন স্টলে থাকা অন্য শিল্পসামগ্রীর দিকে।
Wear a mask. Don’t be like Modi ji. pic.twitter.com/lPxdTEdZiI
— AAP (@AamAadmiParty) December 17, 2020
নিজেদের টুইটার হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করার সময় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আম আদমি পার্টি লেখে, ‘‘মাস্ক পরুন। মোদিজির মতো হবেন না।’’ অনেকেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন মাস্ক না পরার জন্য। পাশাপাশি কেউ কেউ আম আদমি পার্টির এহেন পোস্টকেই কটাক্ষ করে জানিয়েছেন, সমালোচনা নিশ্চয়ই করা উচিত। তবে সীমার মধ্যে থেকেই তা করা বাঞ্ছনীয়।
সোশ্যাল মিডিয়াকে নিজেদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কাজে লাগানো নতুন কিছু নয়। আম আদমি পার্টিও সেই ধারাকে অনুসরণ করল। করোনা থেকে বাঁচতে মাস্ক পরার কথা বলে জনসচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীকে কটাক্ষও করল তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.