Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

‘আপনার কাছে ব্যক্তিগত স্বার্থই আগে’, পদত্যাগ না করায় কেজরিকে ভর্ৎসনা হাই কোর্টের

গত ২১ মার্চ ইডির হাতে গ্রেপ্তার হন আপ সুপ্রিমো।

AAP supremo Arvind Kejriwal has put personal interest over national interest, says Delhi HC

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:April 26, 2024 8:38 pm
  • Updated:April 26, 2024 8:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের কাছে জাতীয় স্বার্থের চেয়েও বেশি দামি ব্যক্তিগত স্বার্থ। ক্ষমতা ধরে রাখতে এতই আগ্রহী তিনি, যে গ্রেপ্তারির পরও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে রাজি নন। এভাবেই শুক্রবার আপ (AAP) সুপ্রিমোকে ভর্ৎসনা করল দিল্লি হাই কোর্ট।

অভিযোগ, ২ লক্ষ পড়ুয়ার কাছে এখনও পাঠ্যপুস্তক পৌঁছে দিতে পারেনি দিল্লি পুরসভা। আর সেই কারণেই কার্যকরী প্রধান বিচারপতি মনমোহন ও বিচারপতি মনমীত প্রীতম সিং অরোরার বেঞ্চের ভর্ৎসনার মুখে পড়তে হল আপ প্রশাসনকে। উচ্চ আদালত এদিন জানিয়েছে, ”পাঠ্যপুস্তক, ইউনিফর্ম এসব বিতরণ করা আদালতের কাজ নয়। আমাদের এটা করতে হচ্ছে, কেননা কেউ এটা করতে ব্যর্থ হয়েছে। আপনার মক্কেল কেবল ক্ষমতায় আগ্রহী। বুঝতে পারছি না আর কত ক্ষমতা আপনাদের চাই? আসলে আপনারা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চাইছেন। তাই ক্ষমতাও পাচ্ছেন না।”

Advertisement

[আরও পড়ুন: বুলেটে ব্যালট রোখার ছক জেহাদিদের! ভোটের কাশ্মীরে খতম লস্কর জঙ্গি

পাশাপাশি কেজরিওয়ালের (Arvind Kejriwal) এখনও মুখ্যমন্ত্রী থাকা নিয়ে মন্তব্য করেছে আদালত। বিচারপতিরা জানিয়েছেন, ”এটা আপনাদের ব্যাপার যে মুখ্য়মন্ত্রী হেফাজতে থাকা সত্ত্বেও সরকারের কাজ চালিয়ে যেতে চান কিনা। আমাদের পদক্ষেপ করতে কিন্তু আপনারা বাধ্য করছেন, যা আমরা করতে চাইছি না।”

গত ২১ মার্চ ইডির হাতে গ্রেপ্তার হন আপ সুপ্রিমো। তার পর ইডি (ED) হেফাজত থেকে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। এখনও সেখানেই রয়েছেন তিনি।

[আরও পড়ুন: প্রিয়াঙ্কার বিরুদ্ধে লড়তে নারাজ! রায়বরেলি থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব ফেরালেন বরুণ গান্ধী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement