নন্দিতা রায়, নয়াদিল্লি: সংসদে লাগাতার বিরোধী কণ্ঠ দমন করছে কেন্দ্র। মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা চেয়ে সোমবার সাসপেন্ড হয়েছিলেন লোকসভার ৪ কংগ্রেস সাংসদ। মাত্র ২৪ ঘণ্টা আগে রাজ্যসভার ১৯ বিরোধী সাংসদকেও সাসপেন্ড করা হয়েছে। বুধবার আম আদমী পার্টির (AAP) সাংসদ সঞ্জয় সিংকে সাসপেন্ড করলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। একের পর এক বিরোধী সাংসদদের কণ্ঠরোধ নিয়ে গর্জে উঠেছে তৃণমূল (TMC)। ডেরেক ও ব্রায়েনের প্রতিক্রিয়া, “বিরোধীরা মানুষের কথা বলবে। তাঁদের সমস্যার কথা তুলে ধরবে।”
রাজ্যসভা সূত্রে খবর, গতকাল অধিবেশনে গুজরাটে বিষমদ কাণ্ড নিয়ে সরব হন আপ সাংসদ সঞ্জয় সিং (Sanjay Singh)। সরকার পক্ষের অভিযোগ, রাজ্যসভায় স্লোগান দিচ্ছিলেন আপ সাংসদ (AAP MLA)। একইসঙ্গে কাগজ ছিঁড়ে চেয়ারম্যানের চেয়ারের দিকে ছুঁড়েও মারেন তিনি। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বলেন, “চলতি সপ্তাহের জন্য অধিবেশন থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।”
একের পর এক সাসপেনশন নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। তাঁর তোপ, “১৯ বিরোধী বিধায়ক সাসপেন্ড হওয়ার পর সরকার চাইছে রাজ্যসভার বিরোধীদের অনুশোচনা হোক। কিন্তু মানুষের সমস্যার কথা, মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা করতে না দেওয়া হচ্ছে না। আমরা সরকারকে বলব, এই বিষয় আলোচনা করতে না দেওয়ায় আপনাদের অনুশোচনা হোক। মানুষের সমস্যা নিয়ে কথা বলায় অনুশোচনা প্রকাশের কোনও প্রশ্নই নেই।”
Government wanted Opposition parties in RS to ‘express regret’ on behalf of all the 19 MPs suspended.
We told Govt. : GOVT SHOULD EXPRESS REGRET for not taking up discussion in #Parliament #PriceRise No question of Oppn expressing regret for standing up for people issues
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) July 27, 2022
বাদল অধিবেশনে ইতিমধ্যে ২৪ বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। মোদি সরকারের এই আচরণের প্রতিবাদে সংসদ চত্বরে লাগাতার ৫০ ঘণ্টা ধরনা দিচ্ছেন সাসপেন্ড হওয়া সাংসদরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.