সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মহিলার সঙ্গে অভব্যতার অভিযোগ আগেই উঠেছিল৷ এবার এক বৃদ্ধকে প্রকাশ্যে চড় মারার অভিযোগ উঠলো আম আদমি পার্টির বিধায়ক দীনেশ মোহানিয়ার বিরুদ্ধে৷ অভিযোগ পেয়ে পুলিশ তাঁর সাংবাদিক বৈঠক মাঝপথে থামিয়ে দীনেশকে গ্রেফতার করে৷
শুক্রবার রাজধানীর সঙ্গম বিহার বিধানসভার তুঘলকাবাদ এলাকা পরিদর্শনে গিয়েছিলেন আপ বিধায়ক৷ সেই সময় ওই বৃদ্ধ একটি সমীক্ষার কাজ করতে গিয়েছিলেন৷ আপ বিধায়ককে চিনতে না পারার ‘অপরাধে’ ওই বৃদ্ধকে চড় মারেন বলে অভিযোগ দীনেশের বিরুদ্ধে৷ বৃদ্ধের অভিযোগ, তাঁর হাত মুচড়ে দিয়েছে আপ বিধায়কের সঙ্গী-সমর্থকরা৷ মোহানিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১ ও ৩৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়৷
দীনেশ মোহানিয়া দিল্লি জল বোর্ডের ভাইস-চেয়ারম্যানও৷ কয়েকদিন আগেই তাঁর দফতরে অভিযোগ জানাতে আসা এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল দীনেশের বিরুদ্ধে৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আপ বিধায়ক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.