সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় প্রায় দেড় বছর তিহাড়বন্দি থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন মণীশ সিসোদিয়া। তবে ‘ডেপুটি’ মুক্তি পেলেও তিহাড়ের কালকুঠুরি থেকে বের হওয়ার রাস্তা এখনও খুঁজে পাননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার মুখ্যমন্ত্রীর মুক্তি চেয়ে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে গিয়ে প্রার্থনা করলেন একদা উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
শীর্ষ আদালতের নির্দেশে সম্প্রতি মুক্তি পাওয়ার পর রবিবার সপরিবারে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে যান সিসোদিয়া। তাঁর সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। স্বর্ণমন্দির প্রণাম সেরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিসোদিয়া বলেন, ‘আজ ঈশ্বরের দুয়ারে আমি প্রার্থনা করেছি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যাতে দ্রুত জেল থেকে ছাড়া পান।’ ১৭ মাস ধরে নিজের জেলবন্দি সময়ের প্রসঙ্গ তুলে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন, ‘আমাকে ষড়যন্ত্র করে এত দিন বন্দি রাখা হয়েছিল। আমি সর্বদা সত্যের জয়ের প্রার্থনা করেছি।’ নিজের জেলমুক্তির প্রসঙ্গে বলেন, ‘আজ ঈশ্বরের আশীর্বাদে আমি জেল থেকে মুক্ত হয়েছি। দেশের সংবিধান আমাকে ন্যায় দিয়েছে।’
স্বর্ণমন্দির পরিসরে মণীশ সিসোদিয়ার প্রশংসা করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, ‘মণীশ সিসোদিয়া হলেন সেই ব্যক্তি যিনি দেশের শিক্ষা ব্যবস্থায় বিপ্লব এনেছেন। যার জেরেই তাঁকে ষড়যন্ত্র করে জেলে পাঠানো হয়েছিল। তবে শীর্ষ আদালত তাঁকে ন্যায় পাইয়ে দিয়েছে। আমি আশা করব অরবিন্দ কেজরিওয়ালও শীঘ্রই মুক্তি পাবেন।’
উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় চলতি মাসেই জামিন পেয়েছেন মণীশ সিসোদিয়া। জামিনের প্রেক্ষিতে আদালত যুক্তি দিয়েছে, অনির্দিষ্টকাল কোনও অভিযুক্তকে জেলে রাখা তার মৌলিক অধিকার লঙ্ঘিত করে। অভিযুক্ত সমাজের যথেষ্ট পরিচিত ব্যক্তি। ফলত তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা কম। তবে জামিন পেলেও তাঁর উপর একাধিক শর্ত চাপিয়েছে আদালত। তবে প্রাক্তন ডেপুটি জামিন পেলেও এখনও তিহাড় বন্দি কেজরিওয়াল। ইডির মামলায় তিনি জামিন পেলেও সিবিআই মামলায় জামিনের সন্ধানে কেজরি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.