Advertisement
Advertisement

Breaking News

ইভিএম

দিল্লিতে ইভিএম-বিকৃতির অভিযোগ AAP-এর, স্ট্রং রুমের বাইরে পাহারায় কর্মীরা

ইভিএম কারচুপির চেষ্টা করছে বিজেপি, ভিডিও প্রকাশ করে দাবি আপের।

AAP claim that efforts are being made to tamper with the EVM
Published by: Subhajit Mandal
  • Posted:February 9, 2020 4:03 pm
  • Updated:February 9, 2020 4:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি নির্বাচনের এক্সিট পোলের ফলাফল প্রকাশ্যে আসতেই সতর্ক পদক্ষেপ শুরু করল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। অরবিন্দ কেজরিওয়ালের দলের ধারণা, মানুষের কাছে প্রত্যাখ্যাত বিজেপি এবার ইভিএমে কারচুপির চেষ্টা করতে পারে। আর সেই আশঙ্কায় দিল্লির ৩০টি স্ট্রং রুমে ইতিমধ্যেই নিজেদের কর্মীদের মোতায়েন করেছে আপ। ওই কর্মীরা ভোটগণনার আগের মুহূর্ত পর্যন্ত স্ট্রং রুমের সামনে নাওয়া খাওয়া ভুলে পাহারা দেবেন।

[আরও পড়ুন: এক্সিট পোল সঠিক নয়, দিল্লিতে বিজেপিই ক্ষমতায় আসবে বলে দাবি অমিত শাহের]

শনিবার ভোটগ্রহণ শেষে যখন ভোটপরবর্তী সমীক্ষাগুলির ফলাফল আসা শুরু করল, তখন থেকেই দিল্লির আপ শিবিরে একটা চাপা উচ্ছ্বাসের পরিবেশ চোখে পড়ছে। তবে, কেজরিওয়াল এবং আপের অন্য নেতারা এখনই উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নন। শনিবারই দিল্লির মুখ্যমন্ত্রী তাঁর দলের অন্যান্য নেতা এবং নির্বাচন কৌশুলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সঙ্গে একটি জরুরি বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকেই ইভিএম প্রসঙ্গে আলোচনা হয়েছে। তারপরই চরম সতর্কতা অবলম্বন করার পন্থা নিয়েছে আপ।

[আরও পড়ুন: ‘ভারতে কাজ করতে হলে হিন্দুদের উন্নয়ন করতে হবে’, বার্তা RSS নেতার]

ইতিমধ্যেই দলের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপি ইভিএমে কারচুপি করার চেষ্টা চালাচ্ছে। নিজেদের বক্তব্যের সমর্থনে আপ নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং (Sanjay Singh) দুটি ভিডিও-ও প্রকাশ করেছেন। যাঁর একটিতে দেখা যাচ্ছে এক নির্বাচনী আধিকারিক কোনওরকম সুরক্ষা বলয় ছাড়াই হাতে করে ইভিএম নিয়ে ঘোরাফেরা করছেন। আরেকটিতে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছাড়াই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে ভোটযন্ত্র। এই দুটি ভিডিও পোস্ট করে আপের দাবি, হার নিশ্চিত জেনেই ইভিএমে কারচুপির চেষ্টা করছে বিজেপি। নির্বাচন কমিশন অবশ্য এই সব অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে। উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচনের আগেও একাধিকবার ইভিএম কারচুপির অভিযোগ উঠেছিল। আর সেসময় অভিযোগকারীদের মধ্যে সর্বাগ্রে ছিল আম আদমি পার্টি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement