Advertisement
Advertisement

Breaking News

AAP

বিধানসভার কাশ্মীরে ৭ আসনে প্রার্থী ঘোষণা আপের, পুলওয়ামায় লড়বেন ফৈয়জ আহমেদ

আজ জম্মু ও কাশ্মীরের বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপিও।

AAP announce there first candidate list for Jammu and Kashmir Assembly Election

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:August 26, 2024 8:59 am
  • Updated:September 16, 2024 2:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের শরিক হয়ে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেছিল আম আদমি পার্টি। এবার জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে কাশ্মীরের ৭ আসনে প্রার্থী ঘোষণা করল কেজরির দল। যেখানে পিডিপি নেত্রী মেহবুবা মুফতির গড় হিসেবে পরিচিত পুলওয়ামায় আপের টিকিটে প্রার্থী হচ্ছে ফৈয়জ আহমেদ সোফি।

দিল্লি থেকে উত্থানের পর পাঞ্জাবে ক্ষমতা দখল করেছে আম আদমি পার্টি। মাঝে গো-বলয়ে একাধিক বিধানসভা নির্বাচনে তারা প্রার্থী দিলেও সেভাবে দাগ আটতে পারেনি। তবে আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে নিজেদের অস্তিত্ব জানান দিতে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েছে আপ। এরই মাঝে রবিবার জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করে দিল কেজরির দল। রবিবার আপের তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, কাশ্মীরের পুলওয়ামা, রাজপোরা, দেবসারা, ডোডা, ডোডা পশ্চিম, দোরু ও বানিহাল কেন্দ্রে তারা প্রার্থী দিতে চলেছে।

Advertisement

[আরও পড়ুন: ইউক্রেন থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশে মোদির বিমান! ক্ষোভ উগরে দিল ইসলামাবাদ]

এর মাঝে উল্লেখযোগ্য পুলওয়ামা। ২০০২ সাল থেকে এই আসনে জিতে আসছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সেখানে আপের টিকিটে ভোটে লড়বেন ফৈয়জ আহমেদ সোফি। ডোডা ও ডোডা পশ্চিম কেন্দ্রে প্রার্থী হয়েছেন, মেহরাজ দিন মালিক ও ইয়াসির সোফি মাট্টো। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর নির্বাচনে এবার জোট বেঁধে লড়ছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। আলাদা ভাবে সব আসনে প্রার্থী দিচ্ছে মেহবুবার পিডিপি। সেই তালিকায় এবার আপের যোগদান ভোট কাটাকাটির অঙ্ক বাড়িয়ে বিজেপিকে সুবিধা করে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি জানা যাচ্ছে, আজই হয়ত জম্মু ও কাশ্মীরের বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপিও।

[আরও পড়ুন: ‘দেশের রায়’ জাতিগত জনগণনা, মোদির উপর চাপ বাড়ালেন রাহুল, পাশে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ]

উল্লেখ্য, ৯০ আসনের জম্মু ও কাশ্মীর বিধানসভায় কাশ্মীরে রয়েছে ৪৭টি আসন বাকি ৪৩টি আসন রয়েছে জম্মুতে। আগামী ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মোট ৩ দফায় নির্বাচন হবে এখানে। ৪ অক্টোবর হবে ভোট গণনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement