নিজস্ব চিত্র।
সোমনাথ রায়, নয়াদিল্লি: কংগ্রেসের (Congress) সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা করেই পাঞ্জাবে (Punjab) ‘একলা চলোর’ নীতি নিয়েছে আপ। কারণ দুই দলের জোট হলে ভোট চলে যেতে পারে বিজেপির ঝুলিতে। ইন্ডিয়া জোটের অন্দরে বিতর্কের আবহে এই কথা বললেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে জানিয়ে দিলেন, দিল্লিতে জোট বেঁধেই লড়বে আপ ও কংগ্রেস।
রাজ্যসভায় কংগ্রেস প্রার্থী তথা আইনজীবী অভিষেক মনু সিংভির বাসভবনে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal)। রবিবার সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “নিজেদের মধ্যে আলোচনা করে সহমত হয়েই পাঞ্জাবে আলাদা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে আপ আর কংগ্রেস। দুই দলের মধ্যে কোনও শত্রুতা নেই।” উল্লেখ্য, কয়েকদিন আগেই পাঞ্জাবের বিরোধী দলনেতা কংগ্রেসের প্রতাপ সিং বাজওয়া বলেছিলেন, “অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে পাঞ্জাবের পার্থক্য রয়েছে। কারণ এখানে আপ (AAP) সরকার আর কংগ্রেস প্রধান বিরোধী দল। আমরা জোট বাঁধলে অধিকাংশ ভোটই চলে যাবে বিজেপি বা শিরোমণি অকালি দলের কাছে। তাই আলাদাভাবে লড়াই করাই দুই দলের পক্ষে ভালো।”
তবে পাঞ্জাবে আলাদা লড়লেও দিল্লিতে (Delhi) জোট হচ্ছে বলে জানিয়েছেন কেজরিওয়াল। রবিবার জানান, “দিল্লিতে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে আমাদের আলোচনা চলছে। কীভাবে দিল্লিতে ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কথা হচ্ছে সেই নিয়েও। দিল্লিতে যদি আপ-কংগ্রেস জোট না থাকে, তাহলে তো বিজেপি (BJP) অতি সহজেই সব আসনে জিতে যাবে।”
সূত্রের খবর, দিল্লির সাতটি আসনের সঙ্গে চণ্ডীগড়ের একটি আসন-সবমিলিয়ে আটটি আসন সমানভাবে ভাগ হবে দুই দলের মধ্যে। দিল্লির চারটি আসনে লড়বে কেজরির দল। অপর তিনটি আসন দেওয়া হবে কংগ্রেসকে। সেই সঙ্গে চণ্ডীগড় থেকেও কংগ্রেস লড়বে। উল্লেখ্য, চণ্ডীগড় মেয়র নির্বাচনে আম আদমি পার্টির প্রতিনিধিকে এই শর্তেই কংগ্রেস সমর্থন করেছিল, যাতে লোকসভা কেন্দ্রটি তাদের ছেড়ে দেয় আপ। বিশ্লেষকদের অনুমান, এই ঘোষণার মাধ্যমে ইন্ডিয়া জোটে ফাটল ধরার রটনা আপাতত থামিয়ে দিলেন কেজরি। বুঝিয়ে দিলেন, রাজ্যগুলোতে নিজেদের গড় রক্ষা করেই জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে ঝাঁপাতে চাইছে জোটের শরিক দলগুলো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.