Advertisement
Advertisement
Delhi

অমিত শাহের নির্দেশেই মনীশ শিসোদিয়ার বাড়িতে হামলা, বিস্ফোরক অভিযোগ AAP-এর

ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর রাজনীতি।

AAP alleges 'BJP goons' sent by HM 'Amit Shah' broke into Deputy CM Manish Sisodia's house; six held | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:December 10, 2020 8:58 pm
  • Updated:December 10, 2020 8:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ দিল্লির (Delhi) উপমুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়ার (Manish Sisodia) বাড়িতে ঢুকে ভাঙচুর চালাল একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে ৬ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। কিন্তু এই ঘটনা ঘিরেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর রাজনীতি। AAP-এর সরাসরি অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নির্দেশেই এই আক্রমণ হয়েছে। এমনকী আপ নেত্রী এবং বিধায়ক অতিশীও একটি ভিডিও পোস্ট করে এমন অভিযোগ তুলেছেন।

এদিন সকালে আচমকাই মনীশ শিসোদিয়ার বাড়িতে ঢুকে পড়ে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। সেসময় বাড়ির সামনে পাহারায় ছিলেন দিল্লি পুলিশের আধিকারিকরাও। কিন্তু আপের অভিযোগ, তাঁদের সামনেই কার্যত বিনা বাধায় ঢুকে পড়ে ওই দুষ্কৃতীরা। ভাঙচুরও চালায় বলে খবর। যদিও এরপরই ছ’‌জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: অবসর নিচ্ছেন সোনিয়া! ইউপিএ’র পরবর্তী চেয়ারম্যান হতে পারেন শরদ পওয়ার]

এদিকে, দলের অভিযোগের সুরই শোনা যায় আপ নেত্রী অতিশীর গলাতেও। টুইটারে একটি সিসিটিভি ফুটেজও শেয়ার করেন তিনি। যেখানে দেখা যায়, দিল্লি পুলিশের সামনেই শিসোদিয়ার বাড়িতে ঢুকছে দুষ্কৃতীরা। সঙ্গে তিনি লেখেন, ‘‌‘‌স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে পুলিশের উপস্থিতিতেই BJP গুণ্ডারা দিল্লির উপ–মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার পরিবারের উপর হামলা চালিয়েছে।’‌’

 

যদিও পরবর্তীতে দিল্লি পুলিশ আপ নেতাদের এই অভিযোগ খারিজ করে জানায়, এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। ওই ঘটনায় কড়া অবস্থান নিয়েছে পুলিশ। গ্রেপ্তারও করা হয়েছে ৬ জনকে। এর আগে বুধবারই তাঁকে হাউস অ্যারেস্ট করা হয়েছে, এমন অভিযোগ তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কৃষক আন্দোলনে সমর্থন জানানোর কারণেই কেন্দ্রের এই কারসাজি। সরব হন অন্যান্য আপ বিধায়ক থেকে শুরু করে দলের নেতারা। তারপরই উপমুখ্যমন্ত্রীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটল। ‌

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মায়ের সঙ্গে প্রতারণা, খোয়া গেল আড়াই কোটি টাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement