প্রতীকী ছবি
সংবাদ প্রতদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন শাসকদল আম আদমি পার্টির কৃষক নেতা। সোমবার সন্ধেয় পাঞ্জাবের খান্না এলাকায় গুলি করে হত্যা করা হয় তাঁকে। জানা গিয়েছে, চলতি বছর পাঞ্জাবে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তারলোচন সিং নামের ওই কৃষক নেতা। তার আগে এই হত্যাকাণ্ডে স্বাভাবিকভাবেই ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে পাঞ্জাব রাজনীতিতে। কে বা কারা তাঁকে খুন করল তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সোমবার খেতের কাজ সেরে বাড়ি ফিরছিলেন ৬০ বছর বয়সি তরলোচন। ঠিক সেই সময় হামলা চলে তাঁর উপর। এলোপাথাড়ি গুলি চালিয়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। এর পর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির পুত্র হরপ্রীত সিং হেপ্পির দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে থাকতে পারেন তাঁর বাবা। জানা যাচ্ছে, পাঞ্জাবে আপের কৃষক সংগঠনের প্রধান ছিলেন তারলোচন। গত বার এলাকায় পঞ্চায়েত নির্বাচনে লড়াই করলেও হারতে হয়েছিল তাঁকে। এর পর আপে যোগ দেন তিনি। এবারও নির্বাচনে লড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন, তবে তার আগেই এই হত্যাকাণ্ড।
এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে এসে স্থানীয়রা দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন ওই আপ নেতা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা হাসপাতালে পৌঁছন। পাশাপাশি হামলাস্থলেও যায় একটি দল। ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে।
এদিকে রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড নাকি ব্যক্তিগত শত্রুতা তা নিয়ে যথেষ্ট সংশয়ে পুলিশ। সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.