সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া প্রাইভেট ব্যাঙ্ক আইডিএফসি ব্যাঙ্কের সৌজন্যে এসে গেল Aadhaar Pay অ্যাপ। এটি এমন একটি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, যার সাহায্যে আপনি মোবাইল ফোন ছাড়াও ক্যাশলেস লেনদেন করতে পারবেন। এই অ্যাপ সংক্রান্ত কয়েকটি দরকারি কথা আপনাকে জানতেই হবে-
১. আধার পে স্মার্টফোন অ্যাপের সাহায্যে লেনদেন করলে ডেবিট বা ক্রেডিট কার্ডের চার্জ লাগবে না।
২. যিনি টাকা দিচ্ছেন, তাঁর মোবাইল ফোন না থাকলেও চলবে। যিনি টাকা নিচ্ছেন, সেই দোকানি বা ব্যবসায়ীর মোবাইল ফোন থাকলেই হবে।
৩. এক্ষেত্রে একজন গ্রাহকদের বুড়ো আঙুলের ছাপই তাঁর পাসওয়ার্ড। যার অর্থ, ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক ডেটা ব্যবহার করেই লেনদেন করা সম্ভব।
৪. এই অ্যাপ মারফত লেনদেনের জন্য গ্রাহকের আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত থাকতেই হবে।
৫. দোকানি বা ব্যবসায়ীর স্মার্টফোনে এই অ্যাপ থাকতে হবে। তাঁর বায়োমেট্রিক তথ্য ও আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘লিঙ্কড’ থাকতে হবে।
৬. গুগল পে স্টোর থেকে মিলবে এই অ্যাপ।
৭. এই অ্যাপ চালাতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দরকার।
৮. ফান্ড ট্রান্সফার করতে এই অ্যাপ ব্যবহার করা যাবে না।
৯. এই অ্যাপ মারফত ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।
১০. IDFC ব্যাঙ্কের আধার পে অ্যাপ UIDAI ও ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে।
কী করে ব্যবহার করবেন এই অ্যাপ? দেখুন ভিডিও–
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.