Advertisement
Advertisement

শেয়ার কেনাবেচা, মিউচুয়াল ফান্ডে লগ্নিতেও বাধ্যতামূলক হচ্ছে আধার

নয়া সিদ্ধান্তের পথে কেন্দ্র...

Aadhaar may soon be mandatory for buying shares
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2017 5:50 am
  • Updated:August 10, 2017 5:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার নম্বরকে সাধারণ মানুষের দৈনন্দিন প্রায় প্রতিটি কাজের সঙ্গেই যুক্ত করতে চাইছে কেন্দ্র। সেই উদ্দেশে এবার আরও একটি বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে নরেন্দ্র মোদির সরকার। দ্রুতই শেয়ার কেনাবেচা ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগেও বাধ্যতামূলক হতে চলেছে আধার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) একযোগে শেয়ার বাজারের লেনদেনেও বাধ্যতামূলক করতে চাইছে আধার নম্বরকে। স্টক মার্কেট মারফত কালো টাকা লেনদেন স্তব্ধ করতে এই উদ্যোগ নিতে চাইছে কেন্দ্র।

[৬২-র যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সেনা এখন চিনের মোকাবিলায় প্রস্তুত, হুঁশিয়ারি জেটলির]

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সঙ্গে যুক্ত দুই শীর্ষ কর্তার ইঙ্গিত, শুধুমাত্র পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরের (প্যান) সাহায্যে কালো টাকার রমরমা রোখা যাচ্ছে না। কিন্তু যদি শেয়ার বাজারের লেনদেনের সঙ্গেও আধার নম্বরকে জুড়ে দেওয়া যায়, তাহলে যে কোনও সন্দেহজনক লেনদেনের উপর নজরদারি চালাতে সুবিধা হবে সেবি-র। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবি কর্তা বলছেন, ‘শেয়ার কেনাবেচায় আধারকে বাধ্যতামূলক করে তুলতে চাইছে সরকার।’ যদিও ঠিক কবে এই নয়া সিদ্ধান্ত লাগু হবে, সে বিষয়ে স্পষ্ট করে জানাচ্ছেন না সেবি বা অর্থমন্ত্রকের কর্তারা। প্যানের বদলে আধার বাধ্যতামূলক হবে নাকি দু’টিই নথি দরকার পড়বে, সেটাও জানা যাচ্ছে না এখনই।

Advertisement


২০০৯-এ ইউপিএ সরকারের আমলে আধার নম্বরের পথ চলা শুরু। সম্প্রতি কেন্দ্রের বিজেপি সরকার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, প্যান-কে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সবক’টি ব্যাঙ্কের গ্রাহকদেরই অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার নম্বরকে যুক্ত করতে হবে। এবার শেয়ার বাজারের লেনদেনের উপরেও কড়া নজর রাখতে ওই ক্ষেত্রেও আধারকে বাধ্যতামূলক করতে পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। বাজার বিশেষজ্ঞরা অবশ্য এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাইছেন না। নয়া নিয়ম লাগু হলে শেয়ার বাজারের পরিস্থিতি কী হয়, দেখে নিয়েই প্রতিক্রিয়া জানাবেন তাঁরা।

[প্রাথমিক স্কুলেই ‘ডান্স বার’, ভোজপুরি গানের সঙ্গে চলল অশ্লীল নৃত্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement